ইউরোপের খারিজ করে দেওয়া কিট পাঠিয়েছে চিন ! আগামীকাল সিদ্ধান্ত নেবে সরকার !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
চিনের যে কোম্পানির করোনার কিট নিয়ে প্রশ্ন উঠছে, সেগুলোর উপর ইউরোপ আগেই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কিট গুলো ত্রুটিপূর্ণ হওয়ায় ইউরোপের দেশগুলো ২০ লক্ষ কিট চিনকে ফেরৎ পাঠিয়ে দিয়েছিল।
অভিযোগ উঠেছে যে, চিন মাস খানেক পর সেইসব কিটই ভারতকে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে সন্তোষজনক ফল আসার পর কিট গুলোকে রাজ্যের কাছে পাঠানো হয়, কিন্তু রাজ্য গুলোর ওই কিট নিয়ে প্রশ্ন তোলার পর কিটের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল, এর জন্য দায়ি কে?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার কেন্দ্র সরকার চিনের এই খারাপ কিট নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে। ভারতের আয়ুর্বিজ্ঞান অনুসন্ধান পরিষদ (ICMR) এর একজন বরিষ্ঠ আধিকারিক জানান, ১৪ টি কোম্পানির ব্যাচকে সন্তোষজনক মানের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছিল। সেগুলোর মধ্যে চিন, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া সমেত কিছু ভারতীয় কোম্পানিও ছিল। কিন্তু সবার আগে চিন কিটের ডেলিভারি শুরু করে। উল্লেখ্য, চিনের কোম্পানি আগে থেকেই কিট বানাচ্ছিল।
চিনের লিভজোন ডায়াগনস্টিক এখনো পর্যন্ত ৪০ কোটির ৪.৫ লক্ষ কিট ভারতে পাঠিয়েছে। ওন্দ্ফ বায়োটেক থেকে ৬০% এর বেশি কিটস ভারতে এসেছে। এই কোম্পানি ২০ লক্ষ কিট ব্রিটেন সরকারকে মার্চ মাসে দিয়েছিল। ওই কিটে প্রাথমিক তদন্তে ত্রুটি লক্ষ্য করার পর পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।
ICMR অনুযায়ী, ভারত কিটসের জন্য পরীক্ষণ প্রটোকল বানিয়েছে। ওই প্রটোকলে কোম্পানি গুলোকে ব্যাচ অনুযায়ী স্বীকৃতি দেওয়া হবে। একটি ব্যাচ এলে পরীক্ষার পর বাজারে ছাড়া হয়। সেই কোম্পানির পরবর্তী ব্যাচেরও পরীক্ষা হবে। গণ্ডগোল পাওয়া গেলে সমস্ত উপকরণ কোম্পানিকে ফেরত দেওয়া হবে।
চিনের যে কোম্পানির করোনার কিট নিয়ে প্রশ্ন উঠছে, সেগুলোর উপর ইউরোপ আগেই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কিট গুলো ত্রুটিপূর্ণ হওয়ায় ইউরোপের দেশগুলো ২০ লক্ষ কিট চিনকে ফেরৎ পাঠিয়ে দিয়েছিল।
অভিযোগ উঠেছে যে, চিন মাস খানেক পর সেইসব কিটই ভারতকে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে সন্তোষজনক ফল আসার পর কিট গুলোকে রাজ্যের কাছে পাঠানো হয়, কিন্তু রাজ্য গুলোর ওই কিট নিয়ে প্রশ্ন তোলার পর কিটের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল, এর জন্য দায়ি কে?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার কেন্দ্র সরকার চিনের এই খারাপ কিট নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে। ভারতের আয়ুর্বিজ্ঞান অনুসন্ধান পরিষদ (ICMR) এর একজন বরিষ্ঠ আধিকারিক জানান, ১৪ টি কোম্পানির ব্যাচকে সন্তোষজনক মানের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছিল। সেগুলোর মধ্যে চিন, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া সমেত কিছু ভারতীয় কোম্পানিও ছিল। কিন্তু সবার আগে চিন কিটের ডেলিভারি শুরু করে। উল্লেখ্য, চিনের কোম্পানি আগে থেকেই কিট বানাচ্ছিল।
চিনের লিভজোন ডায়াগনস্টিক এখনো পর্যন্ত ৪০ কোটির ৪.৫ লক্ষ কিট ভারতে পাঠিয়েছে। ওন্দ্ফ বায়োটেক থেকে ৬০% এর বেশি কিটস ভারতে এসেছে। এই কোম্পানি ২০ লক্ষ কিট ব্রিটেন সরকারকে মার্চ মাসে দিয়েছিল। ওই কিটে প্রাথমিক তদন্তে ত্রুটি লক্ষ্য করার পর পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।
ICMR অনুযায়ী, ভারত কিটসের জন্য পরীক্ষণ প্রটোকল বানিয়েছে। ওই প্রটোকলে কোম্পানি গুলোকে ব্যাচ অনুযায়ী স্বীকৃতি দেওয়া হবে। একটি ব্যাচ এলে পরীক্ষার পর বাজারে ছাড়া হয়। সেই কোম্পানির পরবর্তী ব্যাচেরও পরীক্ষা হবে। গণ্ডগোল পাওয়া গেলে সমস্ত উপকরণ কোম্পানিকে ফেরত দেওয়া হবে।









কোন মন্তব্য নেই