Header Ads

লকডাউনের সুযোগে দোকানে ১০ লক্ষ টাকার সামগ্রী চুরি



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : গুয়াহাটির মহানগরের ভাঙাগড় এলাকায় লকডাউনের সুযোগ নিয়ে চোর সেল পয়েন্ট নামের একটি মোবাইলের দোকান লুটে নেয়। দোকানের তালা ভেঙে চোর প্রায় দশ লক্ষ টাকার সামগ্রী লুট করে নেয়। একই দোকানে চোর এখন পর্যন্ত ১২ বার চুরি হয়েছে। দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল কিন্তু লকডাউন চলাকালীন দোকান খোলা হবে না বলে দোকানের মালিক সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রেখেছিল। দোকানের মালিক তপন ভূইঞাঁ জানান, এটাই প্রথমবার চুরি হয়নি, এখন পর্যন্ত ১২ বার চুরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ একটাও চোরকে পাকড়াও করতে পারেনি। এই চুরি কাণ্ডের তদন্ত অব্যাহত আছে বলে পুলিশ সূত্রে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.