রাজ্যে ২২০৮ টি লকডাউন ভঙ্গের ঘটনা ঘটেছে
নয়া ঠাহর : করোনা সংক্রমন রোধে দেশজুড়ে লকডাউন আজ এক মাস
হল। লকডাউনের ফলে ৫০ থেকে ৬০
শতাংশ সংক্রমণ হ্রাস পেয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু অসমে সব জেলাতে তা সফল হয়নি। মাস্ক পড়া
বাধ্যতামূলক হলেও তা কেউ মানছে না। আজ নাজিরাতে মাস্ক না পড়ার অভিযোগে ৮ জনকে
গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজাস্টার
ম্যানেজমেন্ট আইন ও এপিডমিক আইনের অধীনে জামিন অযোগ্য ধারা রুজু করা হয় বলে পুলিশ সূত্রে
জানা গেল। রাজ্য পুলিশ সূত্রে জানা গেল, বরাক-ব্রহ্মপুত্র
উপত্যকায় আজ পর্যন্ত ২২০৮টি লকডাউন ভঙ্গের ঘটনা ঘটছে। ২৬৮৮ জনকে গ্রেফতার করা
হয়েছে। ১২ জন জামিন পেয়েছেন।
কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় ১ টি করে আইন ভঙ্গ করার ঘটনা ঘটেছে। প্রায় ২
হাজার গাড়ি আটক করা হয়েছে। প্রায় ১৮০০ বাইক আটক
করা হয়েছে। লকডাউনের সময় চড়াইদেও পুলিশ প্রচুর অস্ত্র সস্ত্র সহ ৫ জন আলফা ক্যাডারকে
গ্রেফতার করেছে। শোণিতপুর থানার মিসামারীর পুলিশের এস আই ভূপেন্দ্র রাওয়াত অনৈতিকভাবে
ভি ডি ও প্রকাশ করায় তাকে সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।









কোন মন্তব্য নেই