Header Ads

১৫ মিনিটে ফলাফল, গুয়াহাটির স্পেনিস গার্ডেন থেকেই আরম্ভা হল রেপিড কিটের পরীক্ষা



নয়া ঠাহরঃ পর্যবেক্ষণে থাকা গুয়াহাটির স্পেনিস গার্ডেনে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার ১০০ জনকে কোভিড ১৯-এর রেপিড কিটের টেষ্ট করা হয়। এই পরীক্ষায় প্রথম ১৯টির ফলাফল নমুনা সংগ্রহের ১৫ মিনিট পরেই দেওয়া হয়, যেখানে আরও কয়েকজনের ফলাফল নেগিটিভ এসেছে।
শুক্রবার থেকে অসমের বিভিন্ন স্থানের মেডিক্যাল কলেজ ও জেলা চিকিৎসালয়ে রেপিড টেষ্ট করবে সরকার। উল্লেখযোগ্য, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারেক ৯৬০০ টেষ্ট কিট প্রদান করেছিল। সেক্ষেত্রে এই কিটসমূহকে সরকারের স্বাস্থ্য বিভাগ বিভিন্ন স্থানের মেডিক্যাল কলেজ ও জেলা চিকিৎসালয়ের সঙ্গে আঠগাঁওয়ের মসজিদ এবং লাহরিঘাটে টেষ্ট করবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.