১৫ মিনিটে ফলাফল, গুয়াহাটির স্পেনিস গার্ডেন থেকেই আরম্ভা হল রেপিড কিটের পরীক্ষা
নয়া ঠাহরঃ পর্যবেক্ষণে
থাকা গুয়াহাটির স্পেনিস গার্ডেনে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে
বৃহস্পতিবার ১০০ জনকে কোভিড ১৯-এর রেপিড কিটের টেষ্ট করা হয়। এই পরীক্ষায় প্রথম ১৯টির ফলাফল নমুনা সংগ্রহের ১৫ মিনিট পরেই দেওয়া হয়, যেখানে আরও কয়েকজনের ফলাফল
নেগিটিভ এসেছে।
শুক্রবার থেকে অসমের বিভিন্ন স্থানের
মেডিক্যাল কলেজ ও জেলা চিকিৎসালয়ে রেপিড টেষ্ট করবে সরকার। উল্লেখযোগ্য, কেন্দ্রীয় সরকার
রাজ্য সরকারেক ৯৬০০ টেষ্ট কিট প্রদান করেছিল। সেক্ষেত্রে এই কিটসমূহকে সরকারের
স্বাস্থ্য বিভাগ বিভিন্ন স্থানের মেডিক্যাল কলেজ ও জেলা চিকিৎসালয়ের সঙ্গে
আঠগাঁওয়ের মসজিদ এবং লাহরিঘাটে টেষ্ট করবে বলে জানা গেছে।









কোন মন্তব্য নেই