কোয়ারিন্টাইনে থাকা হাফলঙের ছয় ব্যক্তির রিপোর্ট নিগেটিভ এসেছে জানালেন ডাঃ লাললিনকিম ভাইপে
বিপ্লব দেব, হাফলং ১৩ এপ্রিলঃ কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটা হাইলাকান্দির ফয়জুল হক বড়ভূঁইয়ার সংস্পর্শে আসা ডিমা হাসাও জেলার ছয় ব্যক্তির কভিড ১৯ টেষ্ট রিপোর্ট নিগেটিভ এসেছে। গত ১৭ মার্চ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের এস থ্রী কামরায় কভিড রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটা ফয়জুল হক বড়ভূঁইয়ার সঙ্গে ডিমা হাসাও জেলার ছয় ব্যক্তি এক সঙ্গে যাত্রা করেছিলেন।
ডিমা হাসাও জেলাপ্রশাসন এদের ট্রেভেল হিষ্ট্রি দেখে হাই রিস্কে থাকা এই ছয় ব্যক্তিকে শনাক্ত করে গত ৯ এপ্রিল হাফলং শিক্ষা ভবনে তৈরি কোয়ারিন্টাইনে রেখে এদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল এবং এদের লালা রস সংগ্রহ করে গত ১০ এপ্রিল তা পরীক্ষার জন্য শিলচর মেডিক্যাল কলেজ চিকিৎসালয়ে পাঠানো হয়েছিল। আজ এদের টেষ্ট রিপোর্ট নিগেটিভ আসে বলে জানিয়েছে জেলা সার্ভিলেন্স অফিসার ডাঃ লাললিনকিম ভাইপেই। তবে এদের এখনও কোয়ারিন্টাইনেই রাখা হয়েছে। অসমের কভিড ১৯ ডিসচার্জ বোর্ডের সঙ্গে আলোচনা করার পরই এদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাঃ লাললিনকিম ভাইপে।
ডিমা হাসাও জেলাপ্রশাসন এদের ট্রেভেল হিষ্ট্রি দেখে হাই রিস্কে থাকা এই ছয় ব্যক্তিকে শনাক্ত করে গত ৯ এপ্রিল হাফলং শিক্ষা ভবনে তৈরি কোয়ারিন্টাইনে রেখে এদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল এবং এদের লালা রস সংগ্রহ করে গত ১০ এপ্রিল তা পরীক্ষার জন্য শিলচর মেডিক্যাল কলেজ চিকিৎসালয়ে পাঠানো হয়েছিল। আজ এদের টেষ্ট রিপোর্ট নিগেটিভ আসে বলে জানিয়েছে জেলা সার্ভিলেন্স অফিসার ডাঃ লাললিনকিম ভাইপেই। তবে এদের এখনও কোয়ারিন্টাইনেই রাখা হয়েছে। অসমের কভিড ১৯ ডিসচার্জ বোর্ডের সঙ্গে আলোচনা করার পরই এদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাঃ লাললিনকিম ভাইপে।
কোন মন্তব্য নেই