অসম আরোগ্য নিধি তহবিলে এক দিনের বেতন দান করলেন করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের আচার্যরা
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউন পুরো ভারতবর্ষ। জনগনের জন্য সরকার গ্রহন করেছে বিভিন্ন পদক্ষেপ। দেশের প্রধান মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অনেকেই যথাসাধ্য দান করছেন সরকারী তহবিলে। দেশের এই সংকট জনক পরিস্থিতিতে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে করিমগঞ্জের সুখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী বিদ্যানিকেতন। করোনা মোকাবিলায় সরস্বতী বিদ্যানিকেতনের আচার্যরা নিজেদের এক দিনের বেতন অসম অারোগ্য নিধি তহবিলে দান করার সিদ্ধান্ত নেন।বুধবার করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর সফরকালে বিদ্যালয়ের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী বিদ্যালয়ের পক্ষ থেকে ১৯,৮১৬ টাকার চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন।
এছাড়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের বিজ্ঞান প্রয়োগশালায় ৩০০০ বোতল সেনিটাইজার তৈরী করে তা বিনামূল্যে বন্টন করা হয়েছে। করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়েও ২৫০ বোতল সেনিটাইজার বিতরন করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী।
এছাড়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের বিজ্ঞান প্রয়োগশালায় ৩০০০ বোতল সেনিটাইজার তৈরী করে তা বিনামূল্যে বন্টন করা হয়েছে। করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়েও ২৫০ বোতল সেনিটাইজার বিতরন করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী।
কোন মন্তব্য নেই