Header Ads

রাজ্যের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু



নয়া ঠাহর প্রতিবেদন ।

রাজ্যে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি প্রাণ হারালো শিলচরে। ফয়জুল হক বরভূঁইয়া(৬৫) নামের ব্যক্তির বৃহস্পতিবার রাত ১.৫৫মিনিটে শিলচর মেডিকেল হাসপাতালে  মৃত্যু হয়।

উল্লেখ্য যে করোণাতে আক্রান্ত হবার পর চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল শিলচর মেডিকেল হাসপাতালে। বরভূঁইয়ার মৃত্যুর খবরটি স্বাস্থ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা টুইট যোগে  প্রকাশ করেন। এছাড়াও  দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা যে লোকেরা লক ডাউনের সময় নিজের ঘরে ফিরে এসেছেন তাঁদের সবাইকে ১৪দিনের কোয়ারেন্টেনে রাখা হয়েছিল ।৭৫ হাজার জন লোকের  স্বাস্থ্য পরীক্ষা করার পর শুক্রবার নিজের বাড়িতে ফিরে যাবার অনুমতি দেওয়া হয়েছে।  এখন পর্যন্ত আসামে মোট ২৯ জন লোক করোনায় আক্রান্ত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.