Header Ads

জুমবস্তির তীব্র জলসংকট এড়াতে পিএইচই-র উদ্যোগ..



নয়া ঠাহর প্রতিবেদন, বদরপু্র: লকডাউন চলাকালীন, বদরপু্র জুমবস্তি এলাকার, বগ্লিগুল অঞ্চলে বেশ কিছুদিন থেকে তীব্র জলসংকট দেখা দেয়। এমতাবস্থায় বদরপু্র পিএইচই-এর উদ্যোগে তথা বদরপু্র টাউন কমিটির ভাইস চেয়ারম্যান বিদ্যুৎ বরণ চৌধুরী নিজে উপস্থিত থেকে জলের গাড়ি দিয়ে এলাকায় জল সরবরাহ করেন। এরজন্য এলাকার জনসাধারণ পিএইচই-র এই উদ্যোগকে সাধুবাদ জানান।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.