এক সপ্তাহের ভিতরে শিলচরে কোভিড- ১৯ হাসপাতালে নির্মাণের কাজ শুরু হবে
নয়া ঠাহর প্রতিবেদন,শিলচর
সমগ্র বিশ্বে বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনাভাইরাস ।এই ভাইরাসের সংক্রমণ কে প্রতিরোধ করতে রাজ্য সরকার যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করেছে যাতে এই সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে ।করোনাতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেলে তাদের চিকিৎসার জন্য অসম সরকার নতুন ৫টি কোভিড- ১৯ হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এই ৫টি হাসপাতালে ভিতরে একটি হাসপাতাল শিলচরের ঘুঙ্গুরে নির্মাণ করা হবে।২০বিঘা মাটিতে নির্মাণ করা হবেএই হাসপাতাল । ত্রিশটি শয্যা যুক্ত এই হাসপাতালে ৩০০ টিআইসি সুবিধাও থাকবে।
শিলচরের হাসপাতালের নির্মাণ স্থল পরিদর্শন করে গত 25 মার্চ এ কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা
শিলচরের ঘুঙ্গুরে নির্মাণ করা এই কোভিড-১৯ হাসপাতালের জন্য ইতিমধ্যে পশুপালন বিভাগ ২০বিঘা মাটি প্রদান করেছে ।শনিবার প্রস্তাবিত এই কোভিড -১৯হাসপাতালের নির্মাণস্থল পরিদর্শন করেন বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। পূর্ত বিভাগের অধিকারীর সাথে হাসপাতালের ঠিকা প্রাপ্ত কলকাতার নির্মাণ সংস্থা এলএনটির একজন প্রবীণ ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে আমিনুল হক লস্কর হাসপাতালের নির্মাণ স্থল পরিদর্শন করেন।
শিলচরে এই কোভিড -১৯ হাসপাতাল নির্মাণ হলে বরাক উপত্যকার সাথে আশেপাশে রাজ্যগুলি যেমন মনিপুর, ত্রিপুরা ,আর মিজোরামের আক্রান্ত রোগীদের বিশেষ সুবিধা হবে বলে মন্তব্য করেন আমিনুল হক লস্কর।
৩৩ কোটি টাকা খরচা করে নির্মাণ করা এই হাসপাতালের কাজ আগামী এক সপ্তাহের ভিতরে শুরু করা হবে বলে জানান এলএন টির প্রবীণ ইঞ্জিনিয়ার বিধায়ক মিত্র ।আর নির্মাণ কাজ শুরু হবার দু মাসের ভিতরে কাজ শেষ করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
কোন মন্তব্য নেই