যুবশক্তি এনজিও-এর ত্রাণ বন্টন...
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপু্র : লকডাউন চলাকালীন বদরপু্র রেলস্টেশনের নিকটে
বিশেষ করে রেলই যাদের উপার্জনের একমাত্র ভরসা, যারা, রেলে বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। যেমন, চা বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস
বিক্রি করেই যারা জীবিকা অর্জন করে থাকেন, তাছাড়া বিশেষ করে হিজড়ে সম্প্রদায়ের লোকজন যাদের কাছে ট্রেন-ই রোজগারের
একমাত্র অবলম্বন। লকডাউনের জেরে তারা আজ সত্যিই বিপণ্ণ। এসব বিপণ্ণ মানুষদের কথা
ভেবে শনিবার, বদরপুরের 'যুবশক্তি' এনজিও, এবং বদরপু্র লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বদরপু্র রেলস্টেশনের নিকটে রেলওয়ে
হকার ও হিজড়ে মিলিয়ে মোট সত্তর/আশিটি পরিবারের মধ্যে ৪ কেজি চাল, ১ কেজি করে ডাল, ১ লি: করে তেল, গায়ের সাবান সহ আরও বিভিন্ন ধরনের
ত্রাণ-সামগ্ৰী বিতরণ করা হয়। সহযোগিতায় ছিলেন বিভিসিএল-এর সি.ই.ও মুকে্শ
আগরওয়াল। উপস্থিত ছিলেন বদরপু্র রেলের এরিয়া ম্যানেজার এস. উমেশ, যুবশক্তি এনজিও-এর পক্ষ থেকে শুভদীপ লোধ সহ
প্রমুখ।
কোন মন্তব্য নেই