Header Ads

দিল্লির তবলিগ জামাতের অনুষ্ঠানে যোগ দিয়ে অসমের ৫০৩ জন ফিরেছেন, ৩৬১কে শনাক্ত করে রক্ত পরীক্ষা করা হয়েছে, মুখ্যমন্ত্রী আজ প্রধানমন্ত্রীকে রাজ্যের পরিস্থিতি বুঝিয়ে বললেন



অমল গুপ্ত : দিল্লির নিজামুদ্দিনে তবলিগ জামাতে অংশগ্রহণ করার পর ৫০৩ জন অসমে ফিরে এসেছেন, তারমধ্যে ৩৬১ জনকে শনাক্ত করে রক্ত পরীক্ষা করা হয়েছে। বাকিদের খুঁজে পাওয়া যায়নি। এপর্যন্ত ১৬ জনের পজিটিভ ধরা পড়েছে। আজ স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে এই তথ্য দিয়ে জানান, প্রথম দুবার নেগেটিভ হওয়ার পর তৃতীয়বার পরীক্ষা করে পজিটিভ পাওয়ার তথ্য পাওয়া গেছে। জানান, আগামীকাল বেলা ১২ টার পর পরীক্ষা করা ব্যক্তিদের ফল জানা যাবে। গোলাঘাটে ৮ জন, গোয়ালপাড়া জেলায় ৩ জন, জি এম সি-তে ৪ জন, নলবাড়ীতে ১ জন এবং আগের করিমগঞ্জে ১ জনের দেহে মারণ রোগ করোনা ভাইরাস ধরা পড়ল, সব কজন দিল্লির তবলিগি জামাতের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। অক্লান্ত মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে অতিরিক্ত ৫০ টি আই সি ইউর বেডের সূচনা করেন, সব মিলিয়ে ১৬২ টি আই সি ইউ বেড হল। আগামী ১৫ দিনের মধ্যে আরো ৫০ টি বেড রেডি হবে বলে মন্ত্রী জানান। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ ব্যবসায়ের প্রধান কেন্দ্র ফেন্সি বাজারে হাতে স্যানিটাটাইজার নিয়ে রাস্তা দূষণমুক্ত করেন। সঙ্গে শিক্ষামন্ত্রী ছিলেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল অসমের পরিস্থিতি বুঝিয়ে বলেন, বিনা পয়সায় গরিবদের চাল দেওয়া থেকে শুরু করে পরিবেশ পরিচ্ছন্ন করার কথাও জানান প্রধানমন্ত্রীকে। দিল্লির তবলিগ জামাতের ঘটনার কথা উল্লেখ না করে এআইইউডিএফ-এর প্রধান বদরুদ্দীন আজমল আজ এক টি ভি চ্যানেলে মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে আবেদন করলেন, সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যে, লকডাউন সফল করার জন্যে, তিনি জুম্মাবার এও বাইরে না বেরিয়ে ঘরে নামাজ পড়ার পরামর্শ দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.