রাজ্যে দ্বিতীয় পর্যায়ের লকডাউন-এ সাড়া দিয়ে দুস্থদের পাশে দাঁড়ালো পাঁচগ্ৰামের ধর্মীয় প্রতিষ্ঠান
নয়া ঠাহর, পাঁচগ্ৰাম : সরকারী নির্দেশ মতো রাজ্যের দ্বিতীয় পর্যায়ের লকডাউন-এ সাড়া দিয়ে
পাঁচগ্ৰাম এলাকার গরীব ও দুস্থদের পাশে দাঁড়িয়ে নজির গড়লো পাঁচগ্ৰামের রাধা
মাধব আশ্রম। উল্লেখ্য, গতকাল সকাল থেকে আশ্রমের সেবক ভবানন্দ দাস স্থানীয় এলাকার নেহাৎ গরীবদের পাশে দাঁড়িয়ে মোট পঁচাত্তর
টি পরিবারের হাতে চাল, ডাল, লবণ, তেল, আলু সহ অত্যাবশ্যকীয় সামগ্ৰী
বন্টন করা হয়। এবং আশ্রমের পক্ষ থেকে পাঁচগ্ৰাম সহ আশেপাশের এলাকায় থাকা আরও
অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকেও সরকারের আহ্বানে সাড়া দিয়ে এই সংকটময়
পরিস্থিতিতে এগিয়ে আসার আহ্বান জানান এবং লকডাউন-এর নিয়মনীতি মেনে চলার আহ্বান
জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচগ্ৰাম জিপির এপি সদস্যার
প্রতিনিধি মনোজ কুমার দে ও সভাপতি সুরজ সেন, বাজার কমিটির সভাপতি নিমাই
দাস সহ প্রমুখরা।
কোন মন্তব্য নেই