Header Ads

গৌহাটি বিশ্ব বিদ্যালয়ের গরমের ছুটি প্রত্যাহার




নয়া ঠাহর প্রাতিবেদন,গুয়াহাটি

।করোনার ভয়াবহ সংক্রমণের জন্য সমগ্র দেশের সাথে রাজ্যেও লক ডাউন ঘোষণা করা হয়।এই লক ডাউনে শিক্ষার ক্ষেত্রে খুব অসুবিধার সৃষ্টি হয়েছে।রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপরেও যথেষ্ঠ প্ৰভাব পড়েছে।করোনার সংক্রমণ কম হলেই শুরু হবে গৌহাটি  বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পড়াশুনা ।

উল্লেখ্য যে স্নাতক ও স্নাতকতত্তর পর্যায়ের সমস্ত পরীক্ষা জুলাই মাসের আগেই হবার কথা ছিল যদিও সেটা সম্ভব হয়নি।করোনার সংক্রমণের ফলে স্কুল ও কলেজের পরীক্ষা অনুষ্ঠিত করতে পারা যায়নি।যদিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলি  বন্ধর থাকার সময় অনলাইন যোগে নিয়মিত পড়াশুনা চালিয়ে আসছে তথাপি তা স্বাভাবিক পড়াশুনার সমকক্ষ নয়।এর ফলে অনেক শিক্ষার্থীরা   অসুবিধার সম্মুখীন হয়েছে।




এই দুর্যোগের কথা মাথায় রেখে গৌহাটি বিশ্ব বিদ্যালয় অনাগত গরমের বন্ধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।ইতিমধ্যে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ এক নোটিশ যোগে একথা জানিয়েছে যে জুলাই মাসের বন্ধ বাতিল করা হয়েছে।ও এই সময়ে ক্লাস হবে।
এ প্রসঙ্গে বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ডঃ প্রতাপ জ্যোতি সন্দিকৈ বলেন যে ৩ মে র পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জুলাই মাসে নিয়মিত পড়াশুনা ও ক্লাস শুরু হবে।তবে সরকারী নীতি নির্দেশনার ওপরই এটা নির্ভর করবো বলে জানান  তিনি। । সমস্ত ছাত্র ছাত্রী দের পরীক্ষার জন্য তৈরি থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি।
  ছাত্র ছাত্রীরা অবশ্য বিশ্ব বিদ্যালয়ের এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.