মিশন COVID-19, আমার অনুভব যা বলে
জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : আর কিছুদিন পর, পৃথিবীর বিখ্যাত পরিচালকরা "কোভিড-১৯" নিয়ে ছবি
বানাবেন। আন্তর্জাতিক স্তরে নানা অলঙ্কারে ভূষিত হবে ছবিগুলো। চিত্রনাট্যে উঠে
আসবে চীন, জাপান, ইতালি, আমেরিকা, জার্মান, ভারত সহ বিভিন্ন দেশ তথা
বিভিন্ন দেশের ছবি। দেখা যাবে মহামরণের দৃশ্য। কাগজে কলমে ঝড় উঠবে। কেউ বলবেন, এটা ডকুমেন্টারি, কেউ বলবেন তথ্যচিত্র। হয়তোবা কোনো দর্শক ছবি দেখতে দেখতে
খুঁজে ফিরবে নিজের আত্মীয়দের। কেউ খুঁজবে দূর্ভিক্ষের কড়াঘাতে কোথায় গেল অপু-
দুর্গা? অথবা, কেউ হয়তো ভাবতে ভাবতে চলে
যাবে মৃণাল সেনের 'আকালের সন্ধানে'। তাবড় তাবড় সমালোচকরা
তাদের কলম ভাঙবেন। কেউ লিখবে, মৃত্যু যে এতো ভয়ঙ্কর হতে
পারে তা, আগে কে জানতো? সত্যিই, তাই দেখে গেলাম জীবনের শেষ প্রান্তে এসে। এই মৃত্যূমিছিলে যারা হারিয়ে গেল, তারা কেউ জানলোই না, তাদের নিয়ে এতো কথা, এতো গুঞ্জন আকাশে বাতাসে। যারা জীবন দিল জীবনের জন্য, বা, যারা খাবারের থালায়,হাত পেতেছিল, লাইন দিয়েছিল ত্রাণের ভীড়ে। তারাও হয়তো কেউ কেউ বেঁচে থেকে এইসব ছবির তেতো
স্বাদ নেবে। হয়তো কোনো কবি একান্তে লিখেছিলেন-"এতো মৃত্যু, এতো লাশ, তবুও তুমি বেহালায় রেখেছো হাত"? অবশেষে, চিত্রনাট্য শেষে পর্দা পড়বে। দেখা যাবে ক্ষূধার্ত মানুষের
কাঁধে এক একটা মৃত লাশ। অথচ, যাদের নিয়ে লেখা হলো, গঠন হলো, রচিত হলো, তারা কেউ জানলোই না যে, আজো সভ্যতার ছায়াছবিতে বার বার ভেসে উঠে
তাদের মুখ।
কোন মন্তব্য নেই