করোনা ঠেকাতে আমেরিকায় হাইড্ৰক্সিক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞা তুল ভারত
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৭এপ্ৰিলঃ ভারতকে বন্ধু রাষ্ট্ৰ বলে দাবি করে আমেরিকা, অন্যদিকে করোনা সংকটের মুহূৰ্তে ভারতে হুমকি দিতে ছাড়লেন না মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প। করোনা মোকাবিলায় ভারত আমেরিকাকে হাইড্ৰক্সিক্লোরোকুইন সরবরাহ না করলে তার ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্ৰাম্প।
গত কয়েকদিন আমেরিকায় করোনার থাবায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আক্ৰান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ ছাড়িয়েছে। পরিস্থিতি সামল দিতে রীতিমতো হিমসিম খাচ্ছে মাৰ্কিন প্ৰশাসন।
তবে ওষুধ সংক্ৰান্ত নিষেধাজ্ঞা তুললেও চিকিৎসা পরীক্ষার সরঞ্জাম, ভেন্টিলেটর রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রাখছে কেন্দ্ৰ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
এদিকে মাৰ্কিন প্ৰেসিডেন্টের হুঁশিয়ারির পাল্টা হিসেবে সংযত প্ৰতিক্ৰিয়া জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্ৰক থেকে জানানো হয়েছে - করোনায় বিপদের মধ্যে রয়েছে এমন দেশগুলোকে হাইড্ৰস্কিক্লোরোকুইন পাঠিয়ে সাহায্য করা হবে। গত কয়েকদিন আমেরিকায় করোনার থাবায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আক্ৰান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ ছাড়িয়েছে। পরিস্থিতি সামল দিতে রীতিমতো হিমসিম খাচ্ছে মাৰ্কিন প্ৰশাসন।
তবে ওষুধ সংক্ৰান্ত নিষেধাজ্ঞা তুললেও চিকিৎসা পরীক্ষার সরঞ্জাম, ভেন্টিলেটর রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রাখছে কেন্দ্ৰ।









কোন মন্তব্য নেই