বরাকের সাপ্তাহিক টুকরো খবর
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ
পরমহংসদেব ও পরমারাধ্যা মহাসন্নাসিনী শ্রীশ্রী সংহিতা দেবীর (মামনির) মহা সমাধি
দিবস উপলক্ষে বর্তমান অখণ্ড সংঘপ্রধান পূজনীয় শ্রীশ্রী তপন ব্রহ্মচারী (দাদামনির)
নির্দেশে বড়খলা আঞ্চলিক অখণ্ড সংগঠনের অন্তর্ভুক্ত বিহাড়া অখণ্ড মণ্ডলীর পক্ষ থেকে
গত সোমবার লকডাউন পীড়িত ৫০টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ
করা হয়। প্রতি বছর এই
দিবসকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কিন্তু এবার লকডাউন থাকায় তা সম্ভব হয়নি।
ত্রাণ বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়খলা আঞ্চলিক অখণ্ড সংগঠনের
সম্পাদক নিরুপম নাথ, কল্যাণ কান্তি
নাথ, বিহাড়া অখণ্ড মণ্ডলীর
সম্পাদক সুব্রত দাস প্রমুখ।
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপু্র : লকডাউনের ফলে কাজকর্ম থেকে বিচ্ছিন্ন হওয়া
তথা যাদের রেশন কার্ড নেই, সেই ধরনের অসহায়
ও গরিব মানুষদের পাশে দাঁড়ালেন বদরপুরের সুরিয়া সোসিও ডেভেলপমেন্ট এনজিও। সম্প্রতি,
এনজিওর সদস্যরা বদরপুরের
৩ নং ওয়ার্ডের কিছু পরিবারের মধ্যে ও বদরপুরের বরাকের ঐতিহাসিক দূর্গের মোট ২০০
জন গরীব দুস্থদের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, মাস্ক, সেনিটাইজার, ব্লিচিং পাউডার
ইত্যাদি বিতরণ করেন এবং আগামীতে বদরপু্র ৪ নং ওয়ার্ড সহ বিভিন্ন গ্ৰামে মোট ৬০০
জন পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করারও সিদ্ধান্ত নিয়েছেন
বলে জানিয়েছেন সুরিয়া সোসিও ডেভেলপমেন্ট এনজিওর সদস্যরা।
নয়া ঠাহর প্রতিবেদন, রামকৃষ্ণনগর : গত সোমবার রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের অন্তর্গত ৭০ নং
বুথে (৭ নং ওয়ার্ড শহর) অসহায় ও গরিব দুস্থদের মধ্যে সংগঠনের মাধ্যমে রেশন
সামগ্ৰী বিতরণ করেন বিধায়ক বিজয় মালাকার। এছাড়াও রাতাবাড়ি বিধানসভার অন্তর্গত দুর্লভছড়া
বিজেপি মণ্ডল ও রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের প্রায় ২২ হাজারের ও অধিক অসহায় ও
গরিব দুস্থদের হাতেও রেশন তুলে দেন তিনি এবং অন্যান্যদের মধ্যে বরাকের ঐতিহাসিক
রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের সভাপতি রঞ্জিত কর,সাধারন-সম্পাদক সন্দীপ দত্ত এস.ডি.ও ভেটেরিনারি
গৌরাঙ্গ চন্দ্র দাস, মহিলা মোর্চার সহ
সভাপতি সুদাত্তা নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।











কোন মন্তব্য নেই