সৎসঙ্গ দেওঘর থেকে প্রধানমন্ত্রী কেয়ার তহবিলে শ্রীশ্রীআচার্য্যাদেবের অনুদান ...
নয়া ঠাহর প্রতিবেদন, করিমগঞ্জ: বিশ্বজুড়ে করোনা মহামারীর জন্য সরকারের
আর্থিক সংকট় মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে
প্রধানমন্ত্রী কেয়ার তহবিলে সৎসঙ্গ দেওঘরের পক্ষ থেকে শ্রীশ্রীআচার্য্যদেব (অশোক
চক্রবর্তী) দশ কোটি টাকার আর্থিক দান করেন। এছাড়াও, অসম সরকারের করোনা তহবিলে বরাক উপত্যকার
করিমগঞ্জ সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক দেওয়া হল গত বুধবার জেলা
উপায়ুক্তের কার্যালয়ে আয়োজিত এক সভায়। করিমগঞ্জ সৎসঙ্গ বিহারের
দ্বায়িত্বপ্রাপ্ত কর্মী প্রসেনজিৎ দাস চৌধুরী চেকটি তুলে দেন রাজ্যের
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের হাতে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসায় সৎসঙ্গের এ মহৎ উদ্দেশ্যকে
আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন বুদ্ধিজীবী সচেতন মহল। সৎসঙ্গ দেওঘরের সম্পাদক সূত্রে প্রাপ্ত খবরে
জানা যায় সারা দেশ জুড়ে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অনুগামী সৎসঙ্গীবৃন্দ,
একক বা সম্মিলিত রূপে,
বিভিন্ন স্থানে সৎসঙ্গ
কেন্দ্র- বিহার আদির তত্বাবধানে, নানাভাবে এ অকাল
দূর্দিনের মোকাবিলায় সহযোগিতা করে চলছেন সরকার প্রদত্ত নির্দেশকার মাধ্যমে।
কোন মন্তব্য নেই