Header Ads

পাণ্ডুর নন্দন ক্লাবের সদস্যদের দুঃস্থ লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ



নয়া ঠাহর প্রতিবেদন
করোনার সংক্রমণের জন্য সমগ্র দেশে বর্তমানে লক ডাউন চলছে।এই লক ডাউনে সবচেয়ে বেশী বিপদে পড়েছে দিন হাজিরা করে খেটে খাওয়া মানুষ।এই দুঃস্থ লোকেরা লক ডাউনের জন্য বাইরে গিয়ে কাজ করতে  পারছে না।যার ফলে খাদ্যের জন্য হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে।

এই দুঃস্থ ও অসহায় লোকেদের সাহায্য করার জন্য এগিয়ে এলো পাণ্ডুর রেস্ট ক্যাম্প স্থিত নন্দন ক্লাবের সমস্ত সদস্যরা ।এরা নিজেদের কষ্টের পয়সা খরচ করে এলাকার ১০০ দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে।শুক্রবার সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থ লোকেরা খাদ্য সামগ্রী ক্লাব থেকে নিয়ে যায়।ক্লাবের সদস্যরা আগে থেকেই  এলাকার দুঃস্থ লোকেদের টিকিট দিয়ে এসেছিল।নন্দন ক্লাবের সদস্যদের এই কাজের প্রশংসা করেছে এলাকার লোকেরা।ভবিষ্যতেও এই ক্লাবের সদস্যরা দুঃস্থ লোকেদের সাহায্য করবে বলে জানায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.