Header Ads

পাহাড়ে দুঃস্থ পরিবারগুলির মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করল ডিমা হাসাও পুলিশ

বিপ্লব দেব, হাফলং ৫ এপ্রিলঃ করোনা অতিমারি সমগ্র বিশ্বকে এক মহা সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতে ও করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলছে। প্রতিটি মানুষই এখন করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। করোনা প্রতিরোধে দেশে চলছে ২১ দিনের লক ডাউন। এই লক ডাউনের জেরে বৰ্তমানে সবাই গৃহ বন্দি। আর এতেই দরিদ্র সীমারেখার নীচে বসবাস রত মানুষ ও দিনমজুর দের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। 
 
অনাহারে অর্ধাহারে দিন কাটছে অনেকের। এদিকে ডিমা হাসাও জেলার বেশীর ভাগ গ্রামই লক ডাউন। জেলার বিভিন্ন এলাকার গ্রাম গুলিতে যেমন বাইরের মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে গ্রামবাসীরা ঠিক তেমনি গ্রামের কোনও ব্যক্তি বের হতে গ্রাম থেকে কেউ যদি একবার গ্রাম থেকে বাইরে বেড়িয়ে আসেন তাহলে ওই ব্যক্তিকে পুনরায় গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না জেলার প্রত্যন্ত গ্রাম গুলিতে। তার মধ্যেই এবার এই সব দরিদ্র ও দিনমজুরি করে পরিবার চালানো মানুষ গুলির সাহায্যে এগিয়ে এসেছে ডিমা হাসাও পুলিশ। রবিবার ডিমা হাসাও জেলার হাফলং মাহুর মাইবাং গুঞ্জুং দিহাঙ্গী এলাকায় ডিমা হাসাও পুলিশ দুস্থ পরিবার গুলির মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করে। লক ডাউন শুরু হওয়ার পর থেকেই ডিমা হাসাও পুলিশ পাহাড়ি জেলায় প্রতিদিন এভাবে চাল ডাল তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে চলছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.