Header Ads

বিশ্ব জুড়ে ১২ লক্ষ ছাড়িয়েছে মহামারি করোনা আক্ৰান্তের সংখ্যা

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৫ এপ্ৰিলঃ  সারা বিশ্বে মারণ ভাইরাস করোনা আক্ৰান্তের সংখ্যা ক্ৰমশ বাড়ছে। এ পৰ্যন্ত গোটা বিশ্বে ১২ লক্ষ ছাড়িয়েছে করোনা আক্ৰান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ৬৪ হাজারেরও বেশি মানুষের। শ্মশানের নিস্তব্ধতা গোটা বিশ্ব। লক ডাউনে নিস্তব্ধ সারা বিশ্বের অলি গলি রাস্তাঘাট। আমেরিকায় আক্ৰান্ত হয়েছে ৩ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে প্ৰায় সাড়ে ৮ হাজার। 

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
আমেরিকার পরেই স্পেন। সেদেশে আক্ৰান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ছাড়িয়েছে। তারপর ইটালি। ইটালিতে ১ লক্ষ ২৪ হাজার ৬৩২ জন আক্ৰান্ত। জাৰ্মানিতে ৯৬ হাজার ৯২, ফ্ৰান্সে আক্ৰান্তের সংখ্যা ৯০ হাজার ৮৫৩ জন। চিনে ৮২ হাজার ৫৭৪ জন। ইতালি, স্পেন, ফ্ৰান্সে বাড়ছে আক্ৰান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। ডাক্তার নাৰ্সদের অক্লান্ত প্ৰচেষ্টায় ২ লক্ষ ৪৬ হাজার ৭৫৭ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। বিশ্বের ২০৫ টি দেশে থাবা বসিয়েছে করোনা ভাইরাস।  

ভারতে এখন পৰ্যন্ত করোনা আক্ৰান্ত হয়েছেন ৩৩৭৪ জন। মৃত্যু হয়েছে ৭৭ জনের। ডাক্তার নাৰ্সদের অক্লান্ত চেষ্টায় ২৬৬ জন সুস্থ হলেও সংক্ৰমণ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে কেংগ্ৰেস সভানেত্ৰী সোনিয়া গান্ধী, প্ৰাক্তন রাষ্ট্ৰপতি প্ৰণব মুখোপাধ্যায়, প্ৰতিভা পাটিল, মনমোহন সিং, নবীন পট্টনায়ক, মমতা বন্দ্যোপাধ্যায় সমেত দেশের একাধিক মুখ্যমন্ত্ৰীর সঙ্গে ফোনে আলোচনা করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী।


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.