আবার ৫ জনের দেহে করোনা জীবাণু ধরা পড়লো, ২৫ জন দাঁড়ালো, একজন ছাড়া সবাই নিজামুদ্দিনের অনুষ্ঠান থেকে আসা, কর্মচারীদের ৫ এপ্রিল বেতন, সকলকে গরিবদের সাহায্য করার আহবান অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার
অমল গুপ্ত, গুয়াহাটি : গুয়াহাটি মহানগরের অভিজাত এপার্টমেন্ট প্যানিশ
গার্ডেনের এক ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এছাড়া, ৪ জনের দেহেও পজিটিভ ধরা পড়লো, চারজনই নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ
দিয়ে অসমে ফেরেন। অসমে এ পর্যন্ত ২৫ জন মারণ রোগ করোনা জীবাণুতে আক্রান্ত হলেন।
লখিমপুরের মানুষ ডিব্রুগড়ের লাহোল গবেষণা কেন্দ্রে পজিটিভ ধরা পড়ে, বাকিরা মরিগাঁও, দক্ষিণ শালমারা
অঞ্চলের বাসিন্দা নতুন করে শুক্রুবার ৫ জন আক্রান্ত হলেন। আজ সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য
মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ভয়াবহ তথ্য দিয়ে জানান, মোট ১৫২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়, ১৩০৮ জন নেগেটিভ, ১৩৬ জনের
পরীক্ষার ফলাফল জানা যায়নি। তিনি জানান, স্প্যানিশ গার্ডেনের বাসিন্দা মণীশ তিব্ৰেওয়াল
ব্লক ডি-তে থাকেন, বাড়ি নগাঁও, ১ মার্চ বাইরে থেকে গেয়ে আসেন, এক মাস বহু মানুষের সংস্পর্শে এসেছেন, সে রকম ১১১ জনকে শনাক্ত
করে পরীক্ষা করে কোয়ারইন্টিনে রাখা হয়েছে। ওই ভবনে ১৪ দিন কেউ ঢুকতে বা বেরোতে
পারবেন না। তিনি বলেন, অসমের ৮১২ জন
নিজামুদ্দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে এসেছেন বলে সরকারের হাতে তথ্য আছে। সব জেলার
ডিসি এবং এসপিদের নির্দেশ দেওয়া হয়ে। যেকোনোভাবে
সন্ধান করার জন্যে। স্বাস্থ্যমন্ত্রী বিনম্র তার সঙ্গে আবেদন করেন, আপনাদের পরিবার, সমাজ, দেশকে বাঁচাতে ফিরে এসে স্বাস্থ্য বিভাগের
সঙ্গে যোগাযোগ করুন। তিনি জানান আগামী ৯ এপ্রিল সরকারি কর্মচারীদের পুরো বেতন
দেওয়া হবে। কর্মচারী পরিসদ এক দিনের বেতন দান করার কথা বলেছে। যদি আপত্তি না থাকে
সরকার সেই টাকা নিয়ে হাসপাতাল নির্মাণ করবে। তিনি সরকারি কর্মচারীদের প্রস্তাব দেন
প্রতি জন কর্মচারী যেন ৫ জন গরিব মানুষকে ৫ কেজি চাল, ১ কেজি আলু ১ কেজি ডাল, তেল, বিস্কুট প্রভৃতি
দেন, বড় পদের অফিসার দেবেন ১০ জনকে, ফোর্থ গ্রেডের কর্মচারীরা তিন জনকে এই সাহায্য
দেবে, রাজ্যের ৫ লক্ষ কর্মচারীরা বিহু উৎসবের সময় গরিব
মানুষকে এই সহায়তা করলে সবাই ভালো পাবে। জানান অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র সরকার কর্মচারীদের ৫০ ভাগ বেতন কেটে
রাখছে। জানান সরকার অসম কেয়ার ওয়েভ পোর্টাল নামে এক পোর্টাল খুলবে, যে সব কর্মচারী গরিবদের এই সাহায্য করবে তাদের
ছবি সেই পোর্টালে প্রকাশ করা হবে। অসম আরোগ্য নিধি তহবিলে ১৫ কোটি টাকার ও বেশি
জমা পড়েছে। ১০৮ এবং ১০৪ এম্বুলেন্সে যারা
করছেন তাদের সরকার এক হাজার টাকা করে তিন মাস দেবেন এবং তাদের ৫০ লক্ষ টা কার বীমা যোজনা করা হবে।
কোন মন্তব্য নেই