বরাকভ্যালি মিডিয়া ফোরামের অভিনব পদক্ষেপ
জপমালা চক্রবর্তী, হাইলাকান্দিঃ বর্তমানে সমস্ত বিশ্বজুড়ে 'কোভিড-১৯' অর্থাৎ 'করোনা ভাইরাস' নিয়ে সৃষ্টি
হওয়া এই সংকটময় পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের মতোই এক অন্যতম
গুরুত্বপূর্ণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে সংবাদ মাধ্যম। সংকটময় এ
পরিস্থিতিতেও দিনরাত কঠোর পরিশ্রম করে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে ব্যস্ত। কিন্তু
আশ্চর্যের বিষয় হলো, বর্তমান পরিস্থিতিতে এই
সাংবাদিকদের ন্যুনতম প্রয়োজনের কথাটাও বিন্দুমাত্র ভেবে দেখছেনা কেউ। তাদের
সুযোগ-সুবিধা, অভাব-অনটন, তাদের সুস্বাস্থ্যের জন্য প্রাথমিক চিন্তাধারাও
করছেনা কেউ। দেশের এ সংকটময় পরিস্থিতিতে এইসব সাংবাদিকরা কি সংক্রমণের বাইরে? এরই সুত্র ধরে এক অভিনব পদক্ষেপ নিয়ে এগিয়ে
এলো বরাক ভ্যালি মিডিয়া ফোরাম। ফোরামের
পক্ষ থেকে সুধন্যা সিনহা ও সাধারণ সম্পাদক সানি রায় সহ অন্যান্য কর্মকর্তারা
বদরপু্র, পাঁচগ্ৰাম, কাটাখাল, জানকীবাজার এলাকার সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত
দশজন গ্ৰামীণ সাংবাদিকদের ঘরে গিয়ে খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, শাক-সবজি, মাক্স, সেনিটাইজার ও
সামান্য কিছু নগদ অর্থ তুলে দেন। উল্লেখ্য, উক্ত পদক্ষেপে
সাহায্যের হাত বাড়িয়ে দেন বিভিসিএল-এর সি.ই.ও মুকেশ আগরওয়াল। তাকে ফোরামের পক্ষ
থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তাছাড়া, ফোরামের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্যসরকারের
স্বাস্থ্য ও জরুরীকালীন বিভাগের মধ্যে সংবাদ মাধ্যমকেও অন্তর্ভুক্ত করার এবং তাদের
পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবীমার আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান
ফোরামের কর্মকর্তারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি মিডিয়া
ফোরাম-এর কোষাধ্যক্ষ ইব্রাহিম আলী চৌধুরী, রাহাতুল আক্তার
বড়ভূইয়া সহ অন্যান্যরা।
কোন মন্তব্য নেই