লকডাউনে ত্রাণ বন্টন অব্যাহত বরাকে
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : করোনা সংক্রমনের চেইন ভাঙ্গতে পুরো দেশে
লকডাউন। বাড়তে পারে সময়সীমা। এই পরিস্থিতিতে অসহায় লোকেদের পাশে দাঁড়িয়েছে
বিভিন্ন সংস্থা সংগঠন। অনেকেই ত্রাণ সামগ্রী, খাবার ইত্যাদি বিতরণ করছেন। বরাকের বিভিন্ন
প্রান্তেও চলছে বিভিন্ন সংস্থা সংগঠন ত্রাণ বন্টনের কাজ।
ধলাই বিধান সভা এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেবা ভারতী ও এনএমও এর পক্ষ থেকে ত্রাণ বন্টন।
বিহাড়া সেবা শক্তি ক্লাবের পক্ষ থেকে ত্রাণ বন্টন করছেন ক্লাবের সম্পাদক পিন্টু শীল।
বড়খলা বিধান সভার ১০০ টি পরিবারে ত্রাণ বন্টন করল হিন্দু সংহতি, বড়খলা শাখা।
পাথারকান্দি এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে ত্রাণ বন্টন।
বদরপুরে কেশব ক্লাবের পক্ষ থেকে ক্ষুদার্থদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করা হল।
উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুব্রত দাস, নির্মল দাস, বাপ্পা রায় সহ অন্যরা।
হাইলাকান্দি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বন্টন।
হাইলাকান্দিতে রাইজিং ইউথ সোসাইটির পক্ষ থেকে জনগনের সহযোগিতায় লকডাউনের পর থেকে
৮০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করা হলো।
কোন মন্তব্য নেই