Header Ads

সাংবাদিকদের ৫০ লক্ষ টাকার বীমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল



অমল গুপ্ত, গুয়াহাটি : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের দুরবস্থার অন্ত নেই। করোনা সংক্রমণ ও লকডাউনের প্রেক্ষিতে অনেক সাংবাদিককে ছাঁটাই করা হয়েছে। করোনা সংক্রমণের মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন অসম সরকার সেই কাজের স্বীকৃতি বুঝে সাংবাদিকদের ৫০ লক্ষ টাকার জীবন বীমা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ এই ঘোষণা করেন। গুয়াহাটি প্রেস ক্লাবের পক্ষে সভাপতি মনোজ নাথ, সাধারণ সম্পাদক সঞ্জয রায় এবং দিশপুর প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক কুঞ্জমোহন রায় মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.