লকডাউন সম্পর্কে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ক্যাবিনেট মানবে বললেও সরকারের একাংশ লকডাউন বৃদ্ধির পক্ষে, ৫ রেড জোন জেলা ছাড়া বাকি জেলাতে হাট-বাজার এলাকার বাইরে গ্রামাঞ্চলে ছোট ছোট দোকান পাট ৩ মে পর্যন্ত খোলার অনুমতি কেবিনেটের
অমল গুপ্ত, গুয়াহাটি : করোনা ভাইরাস উদ্ভূত মারণ রোগ নির্মূল করতে দেশ
জুড়ে লকডাউন চলছে। আজ প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি লকডাউন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে দেশের
মুখ্যমন্ত্রীদের মতামত জানতে ভিডিও কনফারেন্স করেন। শিল্পমন্ত্রী চন্দ্রমোহন
পাটোয়ারী আজ ক্যাবিনেট কমিটির বৈঠকের পর জানান, কেন্দ্রীয় সরকার
লকডাউন সম্পর্কে যে সিদ্ধান্ত নেবে তাই সরকার মানবে। তবে সরকারের এক সূত্র জানান, রাজ্য সরকার চাইছে আরও কিছুদিন লকডাউন চলুক। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা একই
মত পোষণ করেছেন। আজ ক্যাবিনেট কমিটির বৈঠকে হাট বাজার খোলা না রেখে গ্রামাঞ্চলের দোকান
পাট ৩ মে পর্যন্ত খুলে রাখার অনুমতি দিয়েছে। তবে রেড জোন হিসাবে ঘোষিত ৫ জেলা ধুবড়ি, নলবাড়ি, গোলাঘাট, মরিগাঁও এবং গোয়ালপাড়া জেলাতে লকডাউন শিথিল করা
হবে না বলে চন্দ্রমোহন পাটোয়ারী জানান। তিনি বলেন, রেড জোনের সীমান্তের সঙ্গে থাকা
৫ কিলোমিটার এলাকাতেও লকডাউন শিথিল করা হবে না। তিনি আন্তঃজেলার আবদ্ধ মানুষের
নিজের নিজের গৃহ জেলাতে যাবার জন্য সময় সীমা ২ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে
জানান। তিনি আরও জানান, ৪১ হাজার মানুষ
গৃহ জেলাতে যাবার জন্য ১০৪ নম্বরে ফোন করে আবেদন করে ছিলেন। কিন্তু ২৭ হাজার মানুষ যাবার সুযোগ পেয়েছে।
বাকিদের সুযোগ দিতে সময় সীমা বৃদ্ধি করা হয়েছে। পরিবহন মন্ত্রী জানান, রাজস্থানের কোটা থেকে ৩৯১ জন ছাত্রছাত্রী
গুয়াহাটি এসে পৌঁছেছে। ১৮টি বাসে তাদের আনা হয়। আজ বি টি সি-র সময় সীমা শেষ হবে। সে সম্পর্কে কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে, রাজ্যপালের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে অসম
সরকার রাজ্য নির্বাচন কমিশনারকে কিছু পরামর্শ দিয়েছেন। আজ স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
শর্মা কোটা থেকে আসা ছাত্রদের শুভেচ্ছা জ্ঞাপন করে তাদের ১৪ দিনের জন্য কয়রেন্টিন সেন্টারে
পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। ৩৯১ জনের মধ্যে ১৮০
জন ছাত্রীকে তিনটি হোটেলে এবং ছাত্রদের সরুসোজাই কয়রেন্টিন সেন্টারে পাঠানো হয়।









কোন মন্তব্য নেই