Header Ads

কাজ না থাকা আইনজীবীদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে বার কাউন্সিল তহবিল গঠন করল



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : উত্তর-পূর্বাঞ্চলের ৫ টি রাজ্য অসম, নাগাল্যান্ড,  মিজোরাম, অরুণাচল প্রদেশ সিকিমকে নিয়ে গঠিত বার কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আজ জানান, লকডাউনের প্রেক্ষিতে একাংশ আইনজীবী প্রবল অর্থ সংকটের মুখে পড়েছেন। তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য উত্তর-পূর্বাঞ্চল বার কাউন্সিল এক তহবিল গঠন করেছে। গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা বার কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একথা জানিয়ে বলেন, ৫টি রাজ্যে মোট ৩৫ হাজার নথিভুক্ত আইনজীবী আছে। তার মধ্যে মাত্র ১৮ হাজার নিয়মিতভাবে ওকালতি করেন। বাকিদের কাজ নেই, আর্থিক দুরাবস্থার মধ্যে আছেন। তাদের সহায়তা করার লক্ষ্যে গত ২৩ এপ্রিল এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে www.barcouncilassametc.org barcouncilofnecovid19@gmail.com নামে দুটি মেল ঠিকানা খোলা হয়। আর্থিক সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিদের প্রথম মেল ঠিকানা থেকে ফরম সংগ্রহ করে দ্বিতীয় মেল যোগে বা পোস্টাল এ ৭ মে তারিখের মধ্যে পাঠাবার জন্যে চেয়ারম্যান অনুরোধ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.