বরাকে একজন পজিটিভ ধরা পড়লো, ২৬ জন হল, জমিয়তের আহ্বানে নিজামুদ্দিন থেকে আসা ব্যাক্তিরা সাড়া দেবে
অমল গুপ্ত : অসমে আরও একটি পজিটিভ কেস পাওয়া গেছে। বরাকের
কাছার জেলাতে এক বি এস এফ জওয়ানের দেহে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। এখন পর্যন্ত ২৬ জন এই রোগে আক্রান্ত হলেন।
কাছার জেলার ব্যাক্তিও দিল্লির নিজামুদ্দিনের অনুষ্ঠান থেকে এসেছিলেন। আজ
স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ গোয়ালপাড়া জেলার সিভিল হাসপাতালের
পরিস্থিতি দেখতে যান। এই হাসপাতালকে করোনা ভাইরাস চিকিৎসার জন্যে রেখে, বাকিদের জেলার অন্যান্য বেসরকারি হাসপাতালে
পাঠানো হবে। তার জন্যে গুয়াহাটি, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মত সমঝোতা
চুক্তি করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। তিনি জানান, গোয়ালপাড়া হাসপাতালে যে সব ডাক্তার করোনা ভাইরাস
রোগীদের চিকিৎসা করেছেন। তাদের সাত দিন
সম্পূর্ণ হলে ১৪ দিনের জন্যে কয়রেন্টিনে পাঠানো হবে। গুয়াহাটির ফাইভস্টার হোটেল
তাজ ভিভান্টে ডাক্তার, নার্সদের রাখা হবে। জমিয়ত
উলেম-ই-হিন্দ সহ অন্যান্য সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে নিজামুদ্দিনের ধর্মীয় সন্মেলন
যোগ দিয়ে আসা ব্যাক্তিরা সরকারের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী আজ বলেন, কোন রোগীকে যেন
ঘৃণার চোখে দেখা না হয়। এই রোগের চিকিৎসায় ডাক্তার, নার্সরা সুন্দর
পরিবেশ গড়ে তুলেছে, কারো কোনো অসুবিধা হওয়ার
কথা নয়। স্প্যানিশ গার্ডেনের বাসিন্দা মণীশ তিব্রয়াল এই রোগে আক্রান্ত হলেও তার
পত্নীর নেগেটিভ ধরা পড়েছে। তিনি গুয়াহাটির মিডল্যান্ড নার্সিং হোম সহ তিনটি
নার্সিং হোমে চিকিৎসা করে ছিলেন, সেই সব হাসপাতাল ১৪
দিনের জন্যে বন্ধ রাখা হবে। মন্ত্রী আশ্বস্ত করে বলেন, করোনা আক্রান্তরা বেশিভাগ নেগেটিভ, মৃত্যুর ভয় নেই, মাত্র ৩ শোতাংশ
মারা যান। তবে একজন আক্রান্ত হলে বহু লোকের দেহে তা সংক্রমিত হতে পারে, তাই সব সময় সতর্ক থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্য
বিভাগ মারণ রোগ নির্মূল করতে যাবতীয় বাবস্থা গ্রহণ করেছে।
কোন মন্তব্য নেই