Header Ads

ফোন প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের! করোনা ভাইরাস মোকাবিলায় মমতার সঙ্গেও ফোনে কথা মোদীর !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
দেশের করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি এবং মোকাবিলা নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীর
সঙ্গেও কথা বলেন বলে জানা গিয়েছে। পরিস্থিতির পর্যালোচনায় ৮ এপ্রিল রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। 
 
প্রধানমন্ত্রী এদিন সকালে ফোনে কথা বলেন ২ প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল ও প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। করোনা ভাইরাস নিয়ে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
২ প্রাক্তন রাষ্ট্রপতিকে ফোন করার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী এদিন ফোনে কথা বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ও মনমোহন সিং-এর সঙ্গে।
প্রধানমন্ত্রী এদিন পরিস্থিতি নিয়ে কথা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও। তিনি কথা বলেন তামিলনাড়ুর এ কে স্ট্যালিন, উত্তর প্রদেশের অখিলেশ যাদব এবং পঞ্জাবের প্রকাশ সিং বাদলের সঙ্গেও। লকডাউন শিথিল করলে কোন পরিস্থিতি তৈরি হতে পারে, দেশে করোনা মোকাবিলায় ইক্যুইপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
৮ এপ্রিল প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বদল বৈঠকেও বসতে চলেছেন। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, সংসদে পাঁচজনের বেশি সদস্য আছে এমন রাজনৈতিক দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.