ফোন প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের! করোনা ভাইরাস মোকাবিলায় মমতার সঙ্গেও ফোনে কথা মোদীর !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
দেশের করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি এবং মোকাবিলা নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীর
সঙ্গেও কথা বলেন বলে জানা গিয়েছে। পরিস্থিতির পর্যালোচনায় ৮ এপ্রিল রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এদিন সকালে ফোনে কথা বলেন ২ প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল ও প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। করোনা ভাইরাস নিয়ে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
২ প্রাক্তন রাষ্ট্রপতিকে ফোন করার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী এদিন ফোনে কথা বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ও মনমোহন সিং-এর সঙ্গে।
প্রধানমন্ত্রী এদিন পরিস্থিতি নিয়ে কথা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও। তিনি কথা বলেন তামিলনাড়ুর এ কে স্ট্যালিন, উত্তর প্রদেশের অখিলেশ যাদব এবং পঞ্জাবের প্রকাশ সিং বাদলের সঙ্গেও। লকডাউন শিথিল করলে কোন পরিস্থিতি তৈরি হতে পারে, দেশে করোনা মোকাবিলায় ইক্যুইপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
৮ এপ্রিল প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বদল বৈঠকেও বসতে চলেছেন। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, সংসদে পাঁচজনের বেশি সদস্য আছে এমন রাজনৈতিক দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
কোন মন্তব্য নেই