সাধুহত্যাকাণ্ড ইস্যুতে সোনিয়া গান্ধীর পর্দা ফাঁসের পর অর্ণব গোস্বামীর উপর আক্রমণ !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
পালঘর ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের নীরবতার পর সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছিল সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছিল অন্য
ধর্মের লোকজন লিনচিং হলে তা নিয়ে তোলপাড় করা সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী গ্যাং, মোমবাতি গ্যাং, বলিউড ব্রিগেড কেন
চুপ। মহারাষ্ট্রের পালঘর জেলায় দুই সাধুকে ও এক ড্রাইভারকে হত্যার তিন দিন পরেও মহারাষ্ট্রের সরকার, মিডিয়া নিঃশ্চুপ ছিল। তবে পালঘরের ভিডিও ভাইরাল হতেই মহারাষ্ট্র সরকারের ঘুম ছুটে যায়।
কিছু সংবাদ মাধ্যম নিরবতা ভেঙে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলে। যার মধ্যে রিপাবলিক মিডিয়া পালঘর ইস্যুকে কেন্দ্র করে বেশ শক্তভাবে সরকারকে বিব্রত করে। রিপাবলিক মিডিয়ার চীফ এডিটর অর্ণব গোস্বামী সোনিয়া গান্ধীকে আক্রমণ করে বলেন, কেন আপনার পুলিশ সাধুদের মৃত্যুর মুখে ঠেলে দিল? তাহলে কি পুলিশের উপর কোনো চাপ ছিল?
অর্ণব গোস্বামী বলেন, “সোনিয়া গান্ধী তো গেরুয়া পছন্দ করেন না। সাধুদের গায়ে গেরুয়া বস্ত্র ছিল। তাই অপনি দেশকে জবাব দিন।” মহারাষ্ট্রের সরকার মবলিনচিংকারীদের ধর্ম নিয়ে বেশ কয়েকবার মন্তব্য করেছে। অর্ণব গোস্বামী এ ব্যাপারে প্রশ্ন তুলে বলেন, “আমরা তো সাধু হত্যার তদন্ত ও বিচার চেয়েছি এখানে সোনিয়া সরকার তড়িঘড়ি কেন অপরাধীদের ধর্ম টানছে? অন্য সময় লিনচিং হলে সাম্প্রদায়িকতা খুঁজে পান কিন্তু এখন কেন খুঁজে পাচ্ছেন না?
সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এসব প্রশ্ন তোলার পর অর্ণব গোস্বামী ও তার স্ত্রীর উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। কংগ্রেসের গুন্ডারা এই আক্রমণ করেছিল বলে জানিয়েছেন অর্ণব গোস্বামী। রাত ১২.১৫ এর দিকে ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশের কাছে অভিযোগ যাওয়ার পর ২ জন গুন্ডা গ্রেফতার হয়েছে বলে খবর।
পালঘর ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের নীরবতার পর সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছিল সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছিল অন্য
ধর্মের লোকজন লিনচিং হলে তা নিয়ে তোলপাড় করা সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী গ্যাং, মোমবাতি গ্যাং, বলিউড ব্রিগেড কেন
চুপ। মহারাষ্ট্রের পালঘর জেলায় দুই সাধুকে ও এক ড্রাইভারকে হত্যার তিন দিন পরেও মহারাষ্ট্রের সরকার, মিডিয়া নিঃশ্চুপ ছিল। তবে পালঘরের ভিডিও ভাইরাল হতেই মহারাষ্ট্র সরকারের ঘুম ছুটে যায়।
কিছু সংবাদ মাধ্যম নিরবতা ভেঙে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলে। যার মধ্যে রিপাবলিক মিডিয়া পালঘর ইস্যুকে কেন্দ্র করে বেশ শক্তভাবে সরকারকে বিব্রত করে। রিপাবলিক মিডিয়ার চীফ এডিটর অর্ণব গোস্বামী সোনিয়া গান্ধীকে আক্রমণ করে বলেন, কেন আপনার পুলিশ সাধুদের মৃত্যুর মুখে ঠেলে দিল? তাহলে কি পুলিশের উপর কোনো চাপ ছিল?
অর্ণব গোস্বামী বলেন, “সোনিয়া গান্ধী তো গেরুয়া পছন্দ করেন না। সাধুদের গায়ে গেরুয়া বস্ত্র ছিল। তাই অপনি দেশকে জবাব দিন।” মহারাষ্ট্রের সরকার মবলিনচিংকারীদের ধর্ম নিয়ে বেশ কয়েকবার মন্তব্য করেছে। অর্ণব গোস্বামী এ ব্যাপারে প্রশ্ন তুলে বলেন, “আমরা তো সাধু হত্যার তদন্ত ও বিচার চেয়েছি এখানে সোনিয়া সরকার তড়িঘড়ি কেন অপরাধীদের ধর্ম টানছে? অন্য সময় লিনচিং হলে সাম্প্রদায়িকতা খুঁজে পান কিন্তু এখন কেন খুঁজে পাচ্ছেন না?
সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এসব প্রশ্ন তোলার পর অর্ণব গোস্বামী ও তার স্ত্রীর উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। কংগ্রেসের গুন্ডারা এই আক্রমণ করেছিল বলে জানিয়েছেন অর্ণব গোস্বামী। রাত ১২.১৫ এর দিকে ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশের কাছে অভিযোগ যাওয়ার পর ২ জন গুন্ডা গ্রেফতার হয়েছে বলে খবর।









কোন মন্তব্য নেই