Header Ads

মহামারী করোনা সংক্ৰমণ ঠেকাতে এবছর নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরে হচ্ছে না অম্বুবাচী মেলা

নয়া ঠাহর,গুয়াহাটি, ২৩ এপ্ৰিলঃ মহামারী করোনা সংক্ৰমণ ঠেকাতে এবছর অনুষ্ঠিত হচ্ছে না অম্বুবাচী মেলা। এই প্ৰথম মহামারী তথা দুৰ্যোগের কারণে বহুপুরনো অম্বুবাচী মেলায় ব্যাঘাত ঘটল। 

 ছবি সৌঃ ইন্টারনেট
চলতি বছরের ২২ জুন থেকে মেলা হওয়ার কথা ছিল। কিন্তু মহামারীর কারণে তা এবছর হচ্ছে না। শুধুমাত্ৰ নিৰ্দিষ্ট কিছু নিয়ম মেনেই বহু পুরনো অম্বুবাচীর রীতি পালন করবে কামাখ্যা দেবালয়। একথা জানিয়েছেন- দেবালয়ের বরদেউরী কবিন্দ্ৰ শৰ্মা। ভক্তদের জন্য এবছর বন্ধ থাকবে তীৰ্থস্থান কামাখ্যা মন্দিরের প্ৰবেশ দুয়ার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.