কার্বি-আংলংয়ে সেনা পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ডিএনএলএ জঙ্গি সংগঠনের ২ কট্টর সদস্য
বিপ্লব দেব, হাফলং, ২৪ এপ্রিলঃ
লকডাউনের মধ্যে কার্বি-আংলং এবং ডিমা হাসাও জেলার সীমান্তবর্তী ধনশিরিতে সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির দুই কট্টর সদস্য নিহত হয়। বৃহষ্পতিবার উগ্রপন্থী সংগঠনটির প্রচার সচিব রিংসমাই ডিমাসা এক প্রেস বিবৃতিতে ডিমা হাসাও এবং কার্বি-আংলং জেলায় অবৈধ কয়লা খনন বন্ধ করার হুমকি দিয়েছিল।
উল্লেখ্য লকডাউনের মধ্যে ডিমা হাসাও জেলার উমরাংশু ৯ কিলোর কয়লা খনি থেকে অবৈধ ভাবে ট্রাক ভর্তি করে কয়লা বহিঃরাজ্যে পাচার করা হচ্ছে এমন অভিযোগ এনে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি অসমের তিনটি পাহাড়ি জেলায় অবিলম্বে অবৈধ কয়লা খনন বন্ধ করার হুমকি প্রদর্শন করে। জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে জারি করা প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয় অবৈধ কয়লা খননের দরুন পাহাড়ি জেলায় প্রাকৃতিক বিপর্যয় ঘটার পাশাপাশি স জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাছাড়া অবৈধ ভাবে কয়লা খননের দরুন প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত করে রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতারগ সৃষ্টি হচ্ছে। তাছাড়া এভাবে কয়লা ভর্তি করে গাড়ী চলাচল করার দরুন উপজাতি এলাকা গুলির সড়ক নষ্ট হয়ে পড়ছে। তাই অবিলম্বে পাহাড়ি জেলার কয়লা খনি থেকে বাইরের গাড়ি ও শ্রমিকদের এক সপ্তাহের মধ্যে ফিরিয়ে নেওয়ার ফতোয়া জারি করে আর এই ফতোয়া অমান্য করলে পরিস্থিতি ভয়ানক হবে বলে বৃহষ্পতিবার জঙ্গি সংগঠনটির প্রচার সচিব রিংসমাই ডিমাসা হুমকি দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে সেনা পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শুক্রবার ভোর বেলা কার্বি-আংলং ও ডিমা হাসাও সীমান্তবর্তী ডিফু থানার অন্তর্গত ধনশিরির মুগুলাডিসা রিজার্ভ ফরেষ্টে সেনা ও পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) জঙ্গি সংগঠনের কট্টর সদস্য নিহত হয়। গোপন সুত্রের খবরের ভিত্তিতে সেনা ও পুলিশের যৌথ বাহিনী ধনশিরি এলাকার মুগুলাডিসা রিজার্ভ ফরেষ্টে অভিযান চালায় এবং শুক্রবার সকাল ৫ টা ৫-৩০ টার মধ্যে সেনা পুলিশ ও উগ্রপন্থী সংগঠনটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয় প্রায় ২০ মিনিট ধরে চলা দুই পক্ষের গুলি বিনিময়ে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির লেফ্টন্যান্ট গেডেইন ওরফে রূপসন থাওসেন ও এরিয়া কমান্ডার এলবিন জিডুং ওরফে কিমজুং নিহত হয়। সংঘর্ষ স্থল থেকে সেনা ও পুলিশের যৌথবাহিনী একটি এম ৪ রাইফেল ১৬০ রাউন্ড তাজা গুলি একটি একে ৫৬ রাইফেল ৪৪ রাউন্ড তাজা গুলি ২ টা মেগাজিন ২টি গুলির পাউচ ২ টি মোবাইল ফোন ও ২টি রকসন ব্যাগ উদ্ধার করে বলে জানা গিয়েছে কার্বি-আংলং পুলিশ সূত্রে।
লকডাউনের মধ্যে কার্বি-আংলং এবং ডিমা হাসাও জেলার সীমান্তবর্তী ধনশিরিতে সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির দুই কট্টর সদস্য নিহত হয়। বৃহষ্পতিবার উগ্রপন্থী সংগঠনটির প্রচার সচিব রিংসমাই ডিমাসা এক প্রেস বিবৃতিতে ডিমা হাসাও এবং কার্বি-আংলং জেলায় অবৈধ কয়লা খনন বন্ধ করার হুমকি দিয়েছিল।
উল্লেখ্য লকডাউনের মধ্যে ডিমা হাসাও জেলার উমরাংশু ৯ কিলোর কয়লা খনি থেকে অবৈধ ভাবে ট্রাক ভর্তি করে কয়লা বহিঃরাজ্যে পাচার করা হচ্ছে এমন অভিযোগ এনে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি অসমের তিনটি পাহাড়ি জেলায় অবিলম্বে অবৈধ কয়লা খনন বন্ধ করার হুমকি প্রদর্শন করে। জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে জারি করা প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয় অবৈধ কয়লা খননের দরুন পাহাড়ি জেলায় প্রাকৃতিক বিপর্যয় ঘটার পাশাপাশি স জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাছাড়া অবৈধ ভাবে কয়লা খননের দরুন প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত করে রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতারগ সৃষ্টি হচ্ছে। তাছাড়া এভাবে কয়লা ভর্তি করে গাড়ী চলাচল করার দরুন উপজাতি এলাকা গুলির সড়ক নষ্ট হয়ে পড়ছে। তাই অবিলম্বে পাহাড়ি জেলার কয়লা খনি থেকে বাইরের গাড়ি ও শ্রমিকদের এক সপ্তাহের মধ্যে ফিরিয়ে নেওয়ার ফতোয়া জারি করে আর এই ফতোয়া অমান্য করলে পরিস্থিতি ভয়ানক হবে বলে বৃহষ্পতিবার জঙ্গি সংগঠনটির প্রচার সচিব রিংসমাই ডিমাসা হুমকি দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে সেনা পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শুক্রবার ভোর বেলা কার্বি-আংলং ও ডিমা হাসাও সীমান্তবর্তী ডিফু থানার অন্তর্গত ধনশিরির মুগুলাডিসা রিজার্ভ ফরেষ্টে সেনা ও পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) জঙ্গি সংগঠনের কট্টর সদস্য নিহত হয়। গোপন সুত্রের খবরের ভিত্তিতে সেনা ও পুলিশের যৌথ বাহিনী ধনশিরি এলাকার মুগুলাডিসা রিজার্ভ ফরেষ্টে অভিযান চালায় এবং শুক্রবার সকাল ৫ টা ৫-৩০ টার মধ্যে সেনা পুলিশ ও উগ্রপন্থী সংগঠনটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয় প্রায় ২০ মিনিট ধরে চলা দুই পক্ষের গুলি বিনিময়ে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির লেফ্টন্যান্ট গেডেইন ওরফে রূপসন থাওসেন ও এরিয়া কমান্ডার এলবিন জিডুং ওরফে কিমজুং নিহত হয়। সংঘর্ষ স্থল থেকে সেনা ও পুলিশের যৌথবাহিনী একটি এম ৪ রাইফেল ১৬০ রাউন্ড তাজা গুলি একটি একে ৫৬ রাইফেল ৪৪ রাউন্ড তাজা গুলি ২ টা মেগাজিন ২টি গুলির পাউচ ২ টি মোবাইল ফোন ও ২টি রকসন ব্যাগ উদ্ধার করে বলে জানা গিয়েছে কার্বি-আংলং পুলিশ সূত্রে।









কোন মন্তব্য নেই