লরির ধাক্কায় প্রাণ হারালো ২১ বছরের যুবক
নয়া ঠাহর প্রতিবেদন, ঠাণ্ডাপুর : কাটিগড়া থেকে বাইকে বদরপু্র যাওয়ার পথে
পাঁচগ্ৰাম ঠাণ্ডাপুর এলাকায় দ্রুতবেগে আসা একটি লরির ধাক্কায় প্রাণ হারালো ২১
বছরের যুবক রাহুল দত্ত। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল আটটায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ
ঘটনাস্থলে এসে লরিচালককে আটক করে জেলে পাঠিয়ে দেয় বলে জানা গেছে। তবে, লকডাউনের মধ্যে এরকম পর পর ঘটে যাওয়া
দুর্ঘটনায় নিহত হওয়া তিনজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন অতিরিক্ত পুলিশ
সুপার কূলেন্দ্র নাথ ডেকা।








কোন মন্তব্য নেই