করোনা আবহের মধ্যেই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের, ৫১,০০০ গাড়িকে পাস দেওয়া হয়েছে, ৩ দিন লকডাউন শীথিল করার সিদ্ধান্ত
নয়া ঠাহর
প্রতিবেদন, গুয়াহাটিঃ করোনা সংক্রমণ
যখন বাড়ছে দেশে ঠিক তখনই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল অসম সরকার। ৩ দিনের জন্য
লকডাউন শীথিলের সিদ্ধান্ত। ১ লক্ষ বাসিন্দাকে রাজ্যের মধ্যেই আনাগোনায় ছাড় দেওয়ার
কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
করোনা আবহের
মধ্যেই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত অসম সরকারের। আগামী ৩ দিন রাজ্যে লকডাউন শীথিল করার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫,
২৬ ও ২৭ মার্চ এই তিন দিন এক লক্ষ বাসিন্দা
রাজ্যের মধ্যেই আনাগোনা করতে পারবেন। তার জন্য সুনির্দিষ্ট পাস ইস্যু করেছে সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনেই লকডাউন শীথিল করা হয়েছে বলে জানানো
হয়েছে। এই তিন দিনে যাঁরা রাজ্যের মধ্যেই নিজেদের কর্মস্থলে পৌঁছতে চান যেতে
পারবেন এবং রোগীরা হাসপাতালে চিকিত্সা করাতে যেতে পারবেন। আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা রাজ্যের মধ্যেই
নিজেদের বাড়িতে যেতে পারবেন।
রাজ্য
সরকারের পক্ষ থেকে এই তিনদিনের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। ২৫ তারিখের
জন্য ৫১,০০০ গাড়িকে পাস দেওয়া হয়েছে তার মধ্যে ১২,০০০
ব্যক্তিগত গাড়ি বলে জানা গিয়েছে। যাঁদের নিজেদের গাড়ি নেই এমন ৪১০০০ জনকে পাস
দেওয়া হয়েছে। তাঁরা সরকারি বাহনে সফর করবেন।
লকডাউন
শেষ হচ্ছে ৩ মে। মনে করা হচ্ছে আরও ২ সপ্তাহ লকডাউন বাড়ানো হবে। এই নিয়ে
সিদ্ধান্ত নিতে আগামী সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।









কোন মন্তব্য নেই