Header Ads

কান্দি শহরের 'প্রেরোনা' দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে



নয়া ঠাহর, গুয়াহাটিঃ করোনা ভাইরাস উদ্ভূত জটিল পরিস্থিতিতে দেশের দরিদ্র পীড়িত মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে,লক ডাউনের ফলে আবদ্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় দেশের বিভিন্ন মানবতাবাদি সংগঠন নানাভাবে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে। এরকমই এক  সংগঠন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের প্রেরনাদায়ক স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রেরোনা', শহরের কয়েকজন যুবক ২০০৮ সালে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে  সংগঠনটির জন্ম দিয়েছিলেন, আজ  তার শাখা প্রশাখা বিস্তার করেছে, সংগঠন টির সভাপতি অরুপ রতন দত্ত সাধারণ সম্পাদক পল্লব সিনহার হাত ধরে রেজিস্ট্রিকৃত বেসরকারি সংগঠন টি রক্তদান শিবির, ছাত্র ছাত্রীদের মধ্যে বই পত্র  বিতরণ,সহ সমাজ সচেতন, সমাজ সেবার কাজে নিয়োজিত।  লক ডাউনের ফলে  গরিব মানুষের দৈনন্দিন  রুজি রোজকার  বাধাগ্রস্ত হয়েছে,  প্রেরোনা  সীমিত ক্ষমতার মধ্যেও  দুঃস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী  বন্টন করছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.