Header Ads

মহামারী করোনার সংক্ৰমণ ঠেকাতে ৩ মে পৰ্যন্ত লক ডাউনের ঘোষণা করলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৪ এপ্ৰিলঃ আগামী ৩ মে পৰ্যন্ত লক ডাউনের ঘোষণা করলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। মঙ্গলবার নববৰ্ষের সকালে এই ঘোষণা করেন তিনি। এই নিয়ে খুব শীঘ্ৰই গাইড লাইন জারি করবে কেন্দ্ৰ।
শনিবার সারা দেশের মুখ্যমন্ত্ৰীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার পর মহামারী করোনার সংক্ৰমণ ঠেকাতে ৩০ এপ্ৰিল পৰ্যন্ত লক ডাউনের ঘোষণা হয়েছিল। এদিন আরও ৩ দিন বাড়িয়ে ১৯ দিন লক ডাউনের ঘোষণা করেছেন প্ৰধানমন্ত্ৰী। তবে এর মধ্যে দেশের বিভিন্ন জেলার পরিস্থিতি খতিয়ে দেখে ২০ এপ্ৰিল থেকে লক ডাউন কিছুটা শিথিল করা হবে। পরে আবার প্ৰয়োজন হলে কড়া করে তোলা হবে বলে জানিয়েছেন প্ৰধানমন্ত্ৰী মোদী। 

এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্ৰধানমন্ত্ৰী মোদী দেশবাসীকে ৩ মে পৰ্যন্ত লকডাউনের সমস্ত নিয়ম কানুন কড়া ভাবে মেনে চলার পরামৰ্শ দিয়েছেন। দেশের এই সংকটময় পরিস্থিতিতে যারা সেবার কাজে জড়িত রয়েছেন যেমন ডাক্তার, নাৰ্স,স্বাস্থ্যকৰ্মী সবাইকে সম্মান করার আহ্বান জানিয়েছেন মোদী। ছোট ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন এই পরিস্থিতিতে কাউকে যেন চাকরি থেকে বাদ না দেওয়া হয়। যতটুকু পারা যায় দরিদ্ৰ পরিবারের সাহায্য করা, তাদের খাবারের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। করোনা মোকাবিলায় আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ডাউনলোড করার পরামৰ্শ দিয়েছেন। শরীরের ইমিউনিটি বাড়াতে আয়ুষ মন্ত্ৰকের নিৰ্দশিকা মেনে চলতে বলেছেন। সামাজিক ব্যবধান মেনে চলা এবং বাড়িতে তৈরি মাস্ক অবশ্যই ব্যবহার করতে বলেছেন।

বাড়ির প্ৰবীণ সদস্যদের বিশেষ খেয়াল রাখতে বলেছেন। সবশেষে ভারতের যুব বিজ্ঞানীদের ভ্যাকসিন আবিস্কারের কাজে এগিয়ে আসার আহ্বান করেছেন। করোনা মোকাবিলায় দেশে ৬০০রও বেশি হাসপাতাল তৈরি হয়েছে। দেশে ওষুধ থেকে শুরু করে খাদ্য সামগ্ৰী মজুত রয়েছে বলে জানিয়েছেন। দেশের হটস্পটগুলিতে বাইরে বেরোনোর ক্ষেত্ৰে কড়া নিষেধাজ্ঞা থাকবে। সেই জায়গাগুলিতে কড়া নজরদারি থাকবে। তিনি জানান- সারা দেশ থেকে একটিই পরামৰ্শ এসেছে লকডাউন বাড়ানো হোক। দেশের রাজ্য সরকারগুলির প্ৰশংসা করে তিনি বলেন- রাজ্য সরকারগুলি দায়িত্ব সহকারে কাজ করছে। তিনি আরও বলেন ভারতে সারা বছরই প্ৰচুর উৎসব অনুষ্ঠিত হয়। করোনা সৃষ্ট পরিস্থিতিতে পয়লা বৈশাখেও দেশবাসী ঘরে থেকেই পালন করছেন। অনেকেই ঘর পরিবার ছেড়ে দূরে রয়েছেন। দেশবাসীর ত্যাগের জোরেই পরিস্থিতি অনেকটা সামলানো গেছে বলে তিনি জানিয়েছেন। দেশবাসী উৎসবের সময়ও সংযম দেখিয়েছেন, তা খুবই প্ৰশংসনীয় বলে উল্লেখ করেছেন প্ৰধানমন্ত্ৰী। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.