দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের ইয়ুটিউবে পাঠ দান করবে সেবা
নয়া ঠাহর প্রতিবেদন।
বিশ্ব জুড়ে এখন করোনা ভাইরাসের মতো মহামারীর সংক্রমণ আটকাতে অন্যান্য দেশের মতো । ভারতে জারি হয়েছে লক ডাউন।এই লক ডাউনের জোরে সাধারণ মানুষের জীবন -জীবিকা স্তব্ধ।।
এই সংকটময় পরিস্থিতিতে বন্ধ সমস্ত বিদ্যালয়।ফলে অসুবিধায় পড়েছে ছাত্র ছাত্রীরা।বিশেষ করে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীর জন্য এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে লক্ষ্য রেখে বোর্ড অফ সেকেন্ডারী এডুকেশন(সেবা) আর এসআইকিউএস এডু এইড এলএলপি এই লক ডাউনের সময় দশম শ্রেণীর শিক্ষার্থীর ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে যাতে তারা এই সময়টা কাজে লাগাতে পারে তার জন্য দশম শ্ৰেণীর পাঠ্য ক্রমটি বিভিন্ন ভাষায় আকর্ষনীয় ও সুন্দর করে তৈরি করেছে।ইউ টিউব চ্যানেল এর সাহায্যে দশম শ্ৰেণীর শিক্ষার্থীরা মার্চ ও এপ্রিল মাসে অসমীয়া, বোরো,ইংরেজি ভাষাতে ইউ টিউবে ক্লাস করতে পারবে।এই ক্লাস গুলি এডুএইডএর ইউ টিউব চ্যানেল এ সোমবার থেকে।শনিবার সন্ধ্যা ৫টা থেকে ৭টা পর্যন্ত সম্প্রসারিত করা হবে।সবার জন্য শিক্ষা প্রদান শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করাই এডুএইডেরদের লক্ষ্য ।
কোন মন্তব্য নেই