Header Ads

মুখ্যমন্ত্রীর হাফলং সফর স্থগিত, দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন বাঙালি কল্যান মঞ্চের

বিপ্লব দেব, হাফলং, ৩ এপ্রিলঃ লক ডাউনের মধ্যে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের হাফলঙে এক ঝটিকা সফরে আসার কথা ছিল কিন্তু অনিবার্য কারন বশত শুক্রবার মুখ্যমন্ত্রীর হাফলং সফর স্থগিত রাখা হয়। করোনা ভাইরাস অর্থাৎ কভিড ১৯ রোগে অসমে ১৬ জন আক্রান্ত হওয়ার পর পুরো রাজ্য জুরে এখন আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে।

এরই মধ্যে শুক্রবার হাফলঙে করোনা ভাইরাস অর্থাৎ কভিড ১৯ নিয়ে চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে আসার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এদিন হাফলং থেকে পশ্চিম কার্বি-আংলং জেলায় যাওয়ার কথা ছিল সর্বানন্দ সানোয়ালের। কিন্তু হাফলং সহ পশ্চিম কার্বি-আংলং সফর ও স্থগিত রাখা হয় শুক্রবার।   এদিন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব প্রাপ্ত ইএম স্যামুয়েল চাংসন জেলাশাসক অমিতাভ রাজখোয়া ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে হাফলং আবর্ত ভবনে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিন কভিড ১৯ নিয়ে হাফলং অসমারিক চিকিৎসালয়ের সব ধরনের ব্যবস্থা খতিয়ে দেখার কথা ছিল মুখ্যমন্ত্রীর অবশেষে দুপুর দেড়টা নাগাদ সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয় আজকের জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের হাফলং সফর অনিবার্য কারন বশত স্থগিত রাখা হয়। এদিকে হাফলং শহরে শুক্রবার দুস্থ পরিবারের সাহায্যে এগিয়ে আসে বাঙালি কল্যান মঞ্চ নামের একটি সংগঠন। আজ এই সংগঠনটির পক্ষ থেকে বৃহত্তর হাফলং শহরের বিভিন্ন স্থানে ১১০ টি দুস্থ পরিবারের মধ্যে চাল ডাল আলু তেল সহ বিভিন্ন অত্যাবশকীয় সামগ্রী বন্টন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.