অভিনব পদ্ধতিতে শিশু কন্যার জন্মদিন পালনে এক মা
নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ করোনা মোকাবিলায় লকডাউনে ভারতবর্ষ। গৃহবন্দি
জনতা। নিত এনে নিত খাওয়া লোকরা বিপাকে। নুন আনতে যাদের পান্তা ফুরায় তাদের
সঞ্চয় আর কতটুকু ? মুখে ভাত জুটানই
এখন দায়। এমন কিছু লোকেদের কথা ভেবে এক অভিনব পদ্ধতিতে শিশু কন্যার জন্মদিন পালন
করলেন বড়খলা বিধান সভা সমষ্টির সোনাপুরের সমাজসেবী মাম্পি পাল। তিনি শিশু কন্যা
উদয়াংশির জন্ম দিনে কেক না কেটে দুস্তদের পাসে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বৃহষ্পতি
বার উদয়াংশির জন্মদিনে মা ও বাবা মিলে গ্রামের ত্রিশটি পরিবারে চাল, ডাল, বিস্কুট ইত্যাদি সহ ডেটল সাবান বিতরণ
করেন ও সবাইকে সচেতনভাবে করোনা মোকাবিলার আহ্বান জানান। সমাজসেবী মাম্পি পালের এই
পদক্ষেপে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
কোন মন্তব্য নেই