Header Ads

'লকডাউন' চলাকালীন দুস্থদের পাশে দাঁড়ালো রাজ্যিক বিজেপি কমিটি...



জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : মারণাত্মক ভাইরাস 'কোভিড-19' এ আক্রান্ত হয়ে আছে গোটা বিশ্ব সহ আমাদের দেশ। এমতাবস্থায় সমস্ত বিশ্বজুড়ে চলছে 'লকডাউন'। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দুস্থ ও হতদরিদ্র মানুষ। ফলে গরীব মেহনতি মানুষের উপার্জনও বন্ধ। অথচ অর্থ উপার্জন না করলে খাবারের যোগান হবে কীভাবে? এ নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন রাজ্যিক বিজেপি কমিটির সহ-সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য সহ বদরপু্র বিজেপির কর্মকর্তারা। তারা তাদের এ উচ্চ মানসিকতাকে কাজে লাগিয়ে গত রবিবার বদরপু্র সমষ্টির দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য-সামগ্ৰী বন্টন করার উদ্যোগ নেন।  প্রায় ৪০০ টি দুস্থ পরিবারের হাতে খাদ্য-সামগ্ৰী তুলে দেন বিজেপির রাজ্যিক সহ-সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য সহ বদরপু্র বিজেপির কর্মকর্তারা। বিশ্বরূপবাবু বলেন, লকডাউনের ফলে অনেক পরিবার খাদ্যের অভাবে ভুগছে। এছাড়া, বিজেপির রাজ্য কমিটির নির্দেশে ইতিমধ্যে প্রতিটি অঞ্চলের দুস্থদের মধ্যে খাদ্য-সামগ্ৰী বন্টন করছে বিজেপি। তিনি আরো বলেন,  রিলিফ তাদেরকেই দেওয়া হচ্ছে, যাদের বিপিএল কার্ড নেই এবং যারা ঠেলাচালক, গরীব ও দিনমজুর। তাছাড়া, পরদিন সোমবার বদরপু্র সমষ্টির বিভিন্ন জিপি এলাকায়ও এই ধরনের খাদ্য-সামগ্ৰী বন্টন করা হবে বলে বিশ্বরূপবাবু আশ্বাস দেন। সত্যি, যেমন কথা, তেমন কাজ। তার কথামতোই পরদিন অর্থাৎ সোমবার বিশ্বরূপবাবু নিজে দাঁড়িয়ে থেকে ঐ এলাকায় মোট 44 কুইন্টেল চাল এবং পরিবার প্রতি চার কেজি করে চাল ও এক কেজি করে আলু বিতরণ করেন।  এইসব খাদ্য-সামগ্ৰী যোগান দিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি রূপন কুমার পাল, সম্পাদক শান্ত নাগ, যুব মোর্চার সভাপতি আশিস দাস সহ প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.