Header Ads

লক ডাউনের সময় মৃতদেহকে দাহ করার জন্য ভূত নাথ শ্মশানকে কাঠ প্রদান করল বন বিভাগ


নয়া ঠাহর প্রতিবেদন।
সমগ্র দেশে বর্তমানে চলেছে করোনার আতঙ্ক।করোনা ভাইরাসকে প্রতিহত করতে সমগ্র দেশে   লক ডাউনঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।লক ডাউনে বন্ধ বাজার,দোকান।গাড়ী চলাচলও বন্ধ।
লক ডাউনের সময় মৃতের পরিবারের যাতে কোনো অসুবিধা না হয় সেইজন্য মৃতদেহ জ্বালানোর জন্য সম্প্রতি বন বিভাগ ভূতনাথ শ্মশান কে কাঠ প্রদান করে।বন  বিভাগের  রেঞ্জ অফিসারের উদ্যোগে এই কাঠ প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.