Header Ads

লকডাউনের ৩০ দিনের মধ্যে পুনরায় হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু

বিপ্লব দেব, হাফলং, ২১ এপ্রিলঃ                                                                       লকডাউনের ৩০ দিনের মধ্যে হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ মঙ্গলবার থেকে পুনরায় শুরু হল। কোভিড ১৯ ভয়বহতার প্রতি লক্ষ্য রেখে সমগ্র দেশ জুরে দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলছে। তবে মঙ্গলবার থেকে রাজ্যের গ্রিন জোন এলাকা গুলিতে লকডাউন কিছুটা শিথিল করায় আজ থেকে পুনরায় হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাফলং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিটের প্রকল্প সঞ্চালক কার্গে কামকি। তবে সরকারি নীতি নির্দেশিকা মেনেই কাজ সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। সড়ক নির্মানের কাজে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পরই এদের কাজে লাগানো হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখেই সড়ক সংস্কারের কাজ চলছে। কার্গে কামকি জানিয়েছেন ডিমা হাসাও জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের কাছে পর্যাপ্ত মাক্স মজুত না থাকায় এই সড়ক সংস্কারের কাজে যুক্ত নির্মান সংস্থাকে শ্রমিকদের জন্য মাক্সের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কারন কাজের সময় শ্রমিকদের মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কার্গে কামকি জানিয়েছেন বর্ষার আগে যাতে সড়ক সংস্কার সম্পূর্ণ করা যায় এই লক্ষ্যেই আজ থেকে কাজ শুরু করা হয়েছে। তবে জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের মধ্যে তিন কিলোমিটার অংশের পিচের কাজ সম্পূর্ণ হয়েছে লকডাউন ঘোষণা হওয়ার আগে বলে জানিয়েছেন। এই অবস্থায় বর্ষার মরশুমে যে কোনও ভাবেই গুরুত্বপূর্ণ সড়কটি সচল রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কার্গে কামকি। এদিকে লকডাউনের ৩০ দিনের মাথায় উত্তর কাছাড় পার্বত্য পরিষদ সচিবালয় সহ পরিষদের অধীনে থাকা সবকয়টি সরকারি কার্যালয়ের কাম কাজ শুরু হয়েছে। দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেনীর অধিকতম ৩৩ শতাংশ কর্মচারী নিয়ে কার্যক্ষম হয়েছে সরকারি কার্যালয় গুলি। তবে সবকয়টি কার্যালয়ে সেনিটাইজার সহ কর্মচারীদের মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে অতিমারি কভিড ১৯-য়ের বিরুদ্ধে লড়াই চালাতে ডিমা হাসাও জেলার পাঁচটি উন্নয়ন খন্ডে প্রতিরোধি বন্ধুস নামে ১০ টি কোমন সার্ভিস সেন্টার ই-পরিষেবা চালু করেছে দুর্যোগ মোকাবিলা বিভাগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.