Header Ads

কলকাতায় আটকা পড়েছেন শিলচরের যোগ শিক্ষক তন্ময় মহারাজ



অমল গুপ্ত, গুয়াহাটি : আজ অসমের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ জানিয়েছেন, লকডাউনের ফলে অসমের প্রায় ৪৫ হাজার মানুষ দেশের বিভিন্ন রাজ্যে আটকা পড়ে গেছে আটকা পড়া মানুষদের মধ্যে শিলচরের যোগ শিক্ষক তন্ময় মহারাজ আছেন তিনি এবং শিলচরের অমিত চক্রবর্তী কলকাতা শিয়ালদহর পুরসভা এক  শিবিরে আছেনতন্ময় মহারাজ এই প্রতিবেদককে জানান, হরিদ্বার সহ বিভিন্ন তীর্থ ক্ষেত্র সফরের পর গত ২২ এপ্রিল হাওড়া রেল স্টেশনে পৌঁছনোর পর ভারত সেবাশ্রম অসম ভবনে থাকার স্থান না পেয়ে শিয়ালদহতে অনেকে হেল্প করেন কাউন্সিলর মৌসুমী দিদি সহ অনেকে এগিয়ে আসেন অসম হাউসের অফিসার অসীম ভট্টাচার্য্য, শিলচরের বিজেপি বিধায়ক দিলীপ পাল প্রমুখ সহায়তা করেছেন। হাতে কোনো পয়সাকড়ি নেই জানান দিল্লির সাংবাদিক ত্নজ্যোতি দত্ত তার পরিচিত, তিনিও কয়েকজন লোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেনশিবিরে বেশ ভালো আছেনতবে তিনি এই শিবিরকে কোয়ারেইন্ট বলতে তিনি রাজি হলেন নাবলেন চিকিৎসার কোনো বাবস্থা নেই তিনি অসমের মুখ্যমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলেন অথচ কেউ কোনো উত্তর দেয়নি বলে জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.