করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে তুলসি, আদা, লবঙ্গ, হলুদ, মধু, দারুচিনি, গোলমরিচ, লেবু, জিরা, ধনে ও সঙ্গে অব্যশই গরম জল খাওয়ার পরামর্শ আয়ুষ মন্ত্রণালয়ের
অমল গুপ্ত, গুয়াহাটি : চীনের উহান প্রদেশ করোনা ভাইরাসের উৎপত্তি স্থল, চীনের কোনো ডাক্তার কোনও পরামর্শ দিলে তার
গুরুত্ব সমধিক। গত ১০ এপ্রিল দিল্লিতে হোমিওপ্যাথির ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের
জন্ম দিবস উপলক্ষ্যে বিশ্ব হোমিওপাথ সন্মেলন অনুষ্ঠিত হয়। সেই আয়ুষ মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রীপদ নায়েক সহ
সারা বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেই সন্মেলনে
চীনের হংকং-এর বিশিষ্ট ডাক্তার আরোন তোহ করোনা ভাইরাস রোগ নিরাময়ে চারটি হোমিওপ্যাথি
ঔষধের নাম বলেন। আর্সেনিক এলবাম, ব্রায়োনিযা, জেলসেমিনাম এবং উপেটেরিয়াম। গুয়াহাটি আঞ্চলিক গবেষণা
ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কোভিড ১৯ সংক্রমণ ও প্রতিরোধ নিয়ে এক প্রশিক্ষণের
ব্যবস্থা করেছিল। অসমের ২০০ হোমিও প্যাথি ডাক্তার অংশগ্রহন করেছিলেন। আয়ুষ
মন্ত্রণালয়ের সি সি আর এইচ নির্দেশনায় ডাক্তার অনিল খুরানা, ডাক্তার দেবজ্যোতি ভট্টাচার্য, রণজিৎ সনি, পবন শর্মা, লুই কর্শ প্রমুখ
বিশিষ্ট ডাক্তাররা প্রশিক্ষণ দেন। অনলাইনের মাধ্যমে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা
হয় বলে বিশিষ্ট ডাক্তার পবন শর্মা আজ জানান। তিনি প্রধানমন্ত্রীর গতকালের জাতির
উদ্দেশে দেওয়া ভাষণে আয়ুষ মন্ত্রণালয়ের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যে সব
পরামর্শ ও ঔষধের কথা বলেছেন, তা উল্লেখ করেন, নিয়ম নীতির মধ্যে কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে ইমিউনিটি
বাড়ানোর জন্য প্রতিদিন কমকরে দেড় লিটার গরম জল খেতে হবে, সকালে লবঙ্গ গুঁড়ো মধু দিয়ে দু-তিনবার খেতে হবে। তা সর্দি কাশি ও গলা খুস খুস কমবে। গরম জল, হার্বাল চা, আদা, তুলসী পাতা, দারুচিনি, গোলমরিচ মিশিয়ে চা, সকালে উঠে যোগাসন, প্রাণায়াম করা, ইমিউনিটি বাড়াতে সহায়ক হবে, চ্যাবনপ্রাস খেতে বলা হয়েছে। ডাল তরকারিতে হলুদ, জিরা ধনে, আদা বেশি
ব্যাবহার করতে বলা হয়েছে। আধ চামচ হলুদ গুড়র সঙ্গে দেড়শ গ্রাম গরম দুধ মিলিয়ে
খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রচুর পরিমান ভিটামিন সি, লেবু খেতে বলা
হয়েছে। গুয়াহাটির আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির বিশিষ্ট ডাক্তার পবন
শর্মা আরো জানান, আর্সেনিক এলবাম ৩০ হোমিওপ্যাথি
ঔষধটি প্রতিদিন ১ মাত্রা করে খেলে করোনা ভাইরাস সংক্রমণে প্রতিষেধক হিসাবে কাজ
করবে, শরীরের ইমিউনিটি শক্তিশালী হবে।
কোন মন্তব্য নেই