Header Ads

বড়খলার বিধায়ক তথা আলগাপুরের ইনচার্জ কিশোর নাথের খাদ্য"বস্ত বিতরণ সঈদবন্দ জিপিতে..



নয়া ঠাহর প্রতিবেদন, বোয়ালিপার: বড়খলার বিধায়ক তথা আলগাপুর বিধানসভার ইনচার্জ কিশোর নাথ ও আসামের মুখ্যমন্ত্রীর ওএসডি (বরাক উপত‍্যকা) শেখর দে বুধবার আলগাপুরের সঈদবন্দ জিপির অন্তর্গত প্রায় একশত পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যবস্তু বিতরণ করেন। বর্তমানের এই লকডাউনের সময়ে বিশেষ করে শাসক দলের মন্ত্রী, বিধায়ক ছাড়াও বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ যেভাবে সম্মিলিত ভাবে জনতার পাশে দাঁড়িয়েছে তা প্রশংসনীয়। "সকলের আনন্দ সর্বানন্দ" কথাটির জ্বলন্ত উদাহরণ এই লকডাউনের সময় সহায়তার হাত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.