কোভিড-১৯-এর জেরে বাতিল কামাখ্যার অম্বুবাচী মহোত্সদব
নয়া ঠাহর
প্রতিবেদন, গুয়াহাটিঃ ধর্মীয় বিশ্বাস মতে, আষাঢ়
মাসের এই সময়ে ধরিত্রী মা ঋতুমতী হন। এই সময়টিতে দেশের সর্বত্র পালন করা হয়
অম্বুবাচী। অম্বুবাচীর দিন থেকে পরর্বতী তিন দিন পর্যন্ত কামাখ্য দেবীর মন্দিরের
দরজা বন্ধ থাকে। মন্দির চত্বরে বিশাল মেলা বসে। হাজার হাজার ভক্তের সমাগম হয়, আসেন
সাধু, সন্ন্যাসীও। তবে এবছর সময় কিছুটা
মোড় নিয়েছে। করোনা ভাইরাসের জেরে গোটা দেশে লকডাউন। গৃহবন্দি মানুষজন, স্তব্ধ জনজীবন। কোনওরকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে!
কাজেই দ্রষ্টব্য স্থানের পাশাপাশি বন্ধ হয়েছে মন্দির, মসজিজ, গির্জাও।
এবার করোনার প্রকোপে ছন্দপতন কামাখ্যা মন্দিরের চিরাচরিত পরম্পরায়। এবছর অসমের
বিখ্যাত কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর মহোত্সব হবে না। জুন মাসের ২২ থেকে ২৬ তারিখে
এই উত্সব হওয়ার কথা ছিল, কিন্তু এখন থেকেই তা বাতিল ঘোষণা করল এই
মেলার আয়োজক 'মা কামাখ্যা দেবালয়' কর্তৃপক্ষ।
সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবছরে কামাখ্যায় মহোত্সব হবে না। তীর্থ
যাত্রী, সাধু-সন্ন্যাসীরা যাতে সেই উত্সবে
অংশগ্রহণ করতে কামাখ্যায় না আসেন। কর্তৃপক্ষের তরফে এও
জানানো হয়, মেলা অনুষ্ঠিত না হলেও ওই ৪ দিন মন্দিরে যে রীতি মানা হয়ে আসছে, তা
অবিরত থাকবে।









কোন মন্তব্য নেই