Header Ads

করোনা ভাইরাস অসমে ভয়ঙ্কর রূপ নিয়েছে, ৫ জন পজিটিভ, ডাবল ডিজিট হতে পারে, উদ্বেগের সঙ্গে সাংবাদিকদের জানালেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা



অমল গুপ্ত, গুয়াহাটি : অসম ৩১ মার্চ পর্যন্ত একটিও করোনা ভাইরাসের পজিটিভ ধরা পড়েনি। এখন পর্যন্ত অসমে মোট ৫ থেকে ১৩ টি পজিটিভ পাওয়া গেছে। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি পজিটিভ কেস ধরার পর গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে চারটি কেস পজিটিভ হল, তা বেড়ে ডাবল ডিজিট হতে পারে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ সাংবাদিক সম্মেলনে বড় উদ্বেগের সঙ্গে এই সম্ভবনার কথা জানান। তিনি জানান, ডিব্রুগড় এবং তেজপুর মেডিক্যাল কলেজে রক্তের নমুনা পরীক্ষা চলছে, একটি পজিটিভ বলে পূর্বাভাস পাওয়া গেছে, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে ফাইনাল রিপোর্ট পাওয়ার পজিটিভ না নেগিটিভ জানা যাবে। শিলচর মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ড এ পজিটিভ ধরা পরা মোঃ জামালউদ্দিন দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলিগি জামাতের এক অনুষ্ঠানে ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত থাকার পর ১০ মার্চ রাজধানী এক্সপ্রেসে গুয়াহাটি এসে গুয়াহাটি আটগাঁও কবরস্থান মসজিদে আরো দুজনের সঙ্গে রাত কাটানোর পরে রাজধানী এক্সপ্রেস বদরপুর যান, তার সঙ্গিদের শনাক্ত করে কয়রেন্টিনে পাঠানো হয়েছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পজিটিভ ধরা পড়া চারজনই দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় নুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। তারা হলেন নলবাড়ির আরশাদ আলী, জাগিরোডের হজরত আলী, জোনাব আলী এবং নুরুদ্দিন। নিজামুদ্দিন দিল্লিতে অনুষ্ঠানে একই সঙ্গে খিচুড়ি খেয়েছিলেন এবং তাদের দেহে এই রোগ ধরা পড়েছে। নিজামুদ্দিনের অনুষ্ঠানে যোগ দেওয়া দিল্লিতে থাকা অসমের আরো চারজন কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, অসমের ৫৪৭ জন নিজামুদ্দিন গিয়েছিলেন, ৬৮ জন এখনো ফেরেননি, ফিরে আসা  ব্যাক্তিদের অধিকাংশ কয়রেন্টিনে রেখে রক্ত পরীক্ষার ব্যবস্থা হয়েছে। একাংশকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারকে বাঁচাতে, দেশকে বাঁচাতে সরকারের সঙ্গে যোগাযোগ করার আর্জি জানান মন্ত্রী শর্মা। উদ্বেগের সঙ্গে বলেন, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছিল, নিজামুদ্দিনের ঘটনার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলো,  তিনি জানান, অসম আরগ্য নিধি তহবিলে ৮ কোটি, ৫ হাজার, টাকা জমা পড়েছে, ৬ হাজার ২৫২ জন এই টাকা দান করেছেন। এই টাকার পয়সা সদ্ব্যবহার করা হবে। তিনি পুনরায় ১১৭ জন যারা নিজসমুদ্দিন থেকে ফিরে এসে লুকিয়ে বেড়াচ্ছেন তাদের ১০৪ টেলিফোন নম্বরে ফোন করে সরকারের সঙ্গে সহযোগিতা করার কাতর আহ্বান জানান। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ লকডাউন কোনোভাবে শিথিল করা হবে না বলে জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে দেশের স্বার্থে ২১ দিন লগডাউনকে সফল করে তুলতেই হবে। নতুন করে পজিটিভ ধরা পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.