'অসম আরোগ্যনিধি' তহবিলে অনুদান দিল কেশব স্মারক সমিতি
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : করোনা মোকাবিলায় তীব্র আর্থিক সমস্যায় দেশ।
দেশের এই সংকটকালে রাজ্য সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রাণ তহবিল। ব্যক্তি থেকে
সংগঠন অনেকেই অর্থ সাহায্য জমা করছেন সরকারি ত্রাণ তহবিলে। রাজ্য সরকারের এই 'অসম আরোগ্যনিধি' ত্রাণ তহবিলে
শিলচরের কেশব স্মারক সমিতির পক্ষ থেকে ৫১,১১১ টাকার আর্থিক
অনুদান দেওয়া হযেছে। সোমবার এক সাক্ষাৎকারে রাজ্যের আবগারী ও বনমন্ত্রী পরিমল
শুক্লবৈদ্যের হাতে চেকটি তুলে দেন আরএসএস-এর বরিষ্ঠ প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালে, প্রান্ত প্রচারক সঞ্জয় কুমার দেব, সুব্রত দাস, রাণা গোস্বামী সহ
অন্যরা।









কোন মন্তব্য নেই