Header Ads

রাজপ্রাসাদ ছেড়ে করোনাযুদ্ধে শামিল রাজকুমারী !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
গোটা বিশ্ব লড়ছে অদৃশ্য শত্রু করোনাভাইরাসের বিরুদ্ধে। ইউরোপের দেশ সুইডেনও ব্যতিক্রম নয়। এবার সেই লড়াইয়ে শামিল হতে রাজপ্রাসাদ ছেড়ে চিকিৎসাকর্মী হিসেবে কাজ শুরু করেছেন দেশটির রাজকুমারী সোফিয়া। রাজধানী স্টকহোমের এক হাসপাতালে সহকারী হিসেবে কাজে যোগ দিয়েছেন তিনি।
 
করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে আগে থেকেই প্রস্তুত ছিলেন রাজকুমারী সোফিয়া। অলনাইনে প্রয়োজনীয় বিষয়ে তিন দিনের একটি কোর্সও সম্পন্ন করেন তিনি। তারপরই স্টকহোমের সোফিয়াহেমেট হাসপাতালে সেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন ৩৫ বছর বয়সি সোফিয়া। হাসপাতালে কাজে যোগ দেয়ার পর তিনি জানিয়েছেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।
তবে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, সরাসরি করোনা আক্রান্তদের চিকিৎসায় অংশ নেবেন না সোফিয়া। বরং তিনি হাসপাতালের অন্যান্য চিকিৎসায় সহযোগিতা করবেন। চিকিৎসায় সহযোগিতা ছাড়াও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত করা, যন্ত্রপাতি পরিষ্কার সহ রান্নাঘরেও কাজ করবেন সোফিয়া।
ওই হাসপাতালটি সপ্তাহে ৮০ জন সেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়, যাদের চিকিৎসা সংক্রান্ত কাজে যুক্ত হওয়ার পূর্ব অভিজ্ঞতা নেই তাদেরকে প্রয়োজন অনুযায়ী ব্যবহারও করা হয়। সোফিয়াও সেই প্রশিক্ষণ নিয়ে কাজে যোগ দিয়েছেন।
হাসপাতালগুলোও চাইছে আরও বেশি করে মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসুন। কারণ করোনার প্রকোপ শুরু হতেই হাসপাতালগুলিতে চাপ বেড়েই চলেছে। ফলে যারা সরাসরি চিকিৎসার কাজে যুক্ত তাদের অন্য কাজগুলি করার ক্ষেত্রে চাপ কমাতেই এই পদক্ষেপ।
সুইডিশ রাজকুমারী সোফিয়া চল্লিশ বছরের রাজকুমার কার্ল-ফিলিপকে বিয়ে করেছেন। কার্ল ফিলিপ সুইডেনের সিংহাসনের চতুর্থ দাবিদার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.