ফের বাতিল দেশের রেলওয়ে পরিষেবা
সানি রায়, পাঁচগ্ৰাম : দ্বিতীয়বার 'লকডাউন'-এর সময়সীমা বৃদ্ধি হওয়ায় ফের বাতিল করা হলো
দেশের সবধরনের রেলওয়ে পরিষেবা। আগামী ৩ মে অবধি, কেন্দ্র সরকারের নতুন নির্দেশ জারি না হওয়া
পর্যন্ত, শুধুমাত্র
পণ্যবাহী মালগাড়ি ও পার্সেল রেল ছাড়া কোনো ধরনের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবেনা
বলে রেল সুত্রে প্রকাশ। উল্লেখ্য, "কোভিড-১৯)" প্রতিরোধের একমাত্র উপায় 'লকডাউন'। ফলে, গোটা দেশের
রেলওয়ে পরিষেবা বিশেষকরে, দিল্লী, মুম্বাই, কলকাতা সহ দেশের বৃহৎ মেট্রো স্টেশন গুলোতেও
রেল পরিষেবা বাতিল করা হয়েছে। তাছাড়া, আগে থেকে বুকিং করা রিজার্ভেশন টিকিটের মূল্যও ফেরত দেওয়া হবে এবং নতুনভাবে
কোনো রিজার্ভেশন করা যাবেনা বলে এক প্রেস বার্তায় জানান রেলওয়ের জনসংযোগ
আধিকারিক এ.পি.সিং।
কোন মন্তব্য নেই