চীন সরকার অসমকে ৫০ হাজারটি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট দিল, রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জন, মুখ্যমন্ত্রী লকডাউন মেনে চলার আহ্বান জানালেন
অমল গুপ্ত, গুয়াহাটি : দেশে করোনা ভাইরাস উদ্ভূত জটিল পরিস্থিতিতে অসম করোনা সংক্রমণ মোকাবিলায় ভালো কাজ করছে। রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ জন ১ জন মারা গেছেন। সোনাপুর এবং গোয়ালপাড়া থেকে ৫ জন সুস্থ হয়ে আজ ঘরে ফিরেছে। সবাই ছিলেন নিজামুদ্দিন থেকে আসা, কালকে আরো ১০ জন সুস্থ হয়ে ফিরবেন বলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ জানান। অসমে ৮৫৫৮২টি পার্সোনাল প্রটেকশন ইকিইপমেন্ট বা পি পি ই ছিল। চীন ৫০ হাজার পি পি ই দিয়েছে। আজ স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকাকে সঙ্গে নিয়ে চীনের গুহানজনহু থেকে আসা বিমান থেকে ৫০ হাজার পি পি ই গ্রহণ করেন। এর আগে দেশের শিল্পপতি মুখেস আম্বানি ১০ হাজার পি পি ই পাঠিয়েছেন। অসম সরকারের হাতে ৯১ হাজার এন ৯৫ মাস্ক আছে। সরকার রাজ্যের সেলফ হেলফ গোষ্ঠীকে কাজে লাগিয়ে মাস্ক তৈরি করানো হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল হেলিকপ্টার করে আজ বিশ্বনাথ, ধেমাজি ও মাজুলি যান। সাংসদ পল্লব লোচন দাস, মন্ত্রী রঞ্জিত দত্ত, মন্ত্রী নব কুমার দলে, কয়েকজন বিধাযক, অফিসাররা সঙ্গে ছিলেন। মুখ্যমন্ত্রী লকডাউন ও করোনা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেন। গরিব মানুষদের কাছে চাল-ডাল সহ অত্যাবশ্যকীয় সামগ্রী পৌছিয়ে দেবার নির্দেশ দেন। বলেন, ৫২ লক্ষ পরিবারকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে চাল দেওয়া হচ্ছে। লকডাউন চলার সময় ঘর থেকে না বেড়িয়ে, সামাজিক দুরত্ব বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৩৩টি জেলার মধ্যে ৩২টি জেলা উচ্চ, মাঝারি সংক্রমণ জেলা হিসাবে কেন্দ্র চিহ্নিত করেছে। অসম পুলিশ আজ এক নির্দেশনা জারি করে বলেছে, বাইরে বেরোলে প্রতিজনকে মাস্ক পরতেই হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। ৫ জনের বেশি জমায়েত চলবে না। এমন কি রাস্তায় থুতু পর্যন্ত ফেলা যাবে না। দেশের ১৭০ জেলাকে হটস্পট জেলা হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র। অসমের গোলাঘাট, মরিগাঁও, নলবাড়ি, গোয়ালপাড়া এবং ধুবড়ি জেলাকে রেড জোন হিসাবে ধরা হয়েছে। যা হটস্পট জেলা, নন হটস্পট জেলা হিসাবে কাছার, হাইলাকান্দি, কামরূপ, কামরূপ মেট্রো, লখিমপুর, দক্ষিণ শালমারা, মানকাচার ও করিমগঞ্জ জেলাকে ধরা হয়েছে।
গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আগামী জুলাই মাসের গ্রীষ্মের ছুটি দেবে না, আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একথা জানিয়েছেন। লকডাউনের ফলে পড়াশুনায় ক্ষতি হয়েছে। তা মেকআপ দিতে ছুটি বাতিল।
কোন মন্তব্য নেই